Sharmila Tagore birthday

শর্মিলা-করিনার ঘরোয়া সমীকরণ! জন্মদিনে শাশুড়িকে ‘গ্যাংস্টার’ তকমা কেন দিলেন বেবো?

৭৯ বছরে পা রাখলেন শর্মিলা। শাশুড়িকে সমাজমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নায়িকা। সাজগোজ বা প্রসাধনীতে ঢাকা কোনও ছবি নয়। একেবারে প্রসাধনহীন ঘরোয়া একটি ছবি শেয়ার করলেন করিনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৩
Kareena Kapoor Khan wishes her mother in law Sharmila Tagore

শাশুড়িকে জন্মদিনের শুভেচ্ছা করিনার। ছবি: সংগৃহীত।

শাশুড়ি-বৌমার সম্পর্ক কি সব সময় আদায়-কাঁচকলায়? শুধুই কি তাঁদের মধ্যে মন কষাকষি পর্ব লেগে থাকে? ভারতীয় দর্শক ছোট পর্দায় তেমন সমীকরণ দেখতেই অভ্যস্ত দর্শক। কিন্তু বলিউডের অন্যতম শাশুড়ি-বৌমা জুটি শর্মিলা ঠাকুর ও করিনা কপূরের সমীকরণে রয়েছে অন্য স্বাদ। জন্মদিনে শাশুড়িকেই ‘গ্যাংস্টার’ তকমা দিয়ে বসলেন বেবো।

Advertisement

৭৯ বছরে পা রাখলেন শর্মিলা। শাশুড়িকে সমাজমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নায়িকা। সাজগোজ বা প্রসাধনীতে ঢাকা কোনও ছবি নয়। একেবারে ঘরোয়া একটি ছবি ভাগ করলেন করিনা। শাশুড়ি-বৌমা দু’জনের ঘরোয়া পোশাক। ছবির সৌন্দর্য বাড়িয়েছে তাঁদের মুখের উজ্জ্বল হাসি ও সমীকরণ। আরও দুটি ছবি ভাগ করে নিয়েছেন করিনা। একটিতে দেখা যাচ্ছে, শর্মিলার চুলে লাগানো রোলার, চোখে রোদচশমা। শেষের ছবিতে নাতি জেহ্‌-র সঙ্গে খুনসুটিতে মেতে ঠাকুরমা শর্মিলা।

ছবিগুলি ভাগ করে ক্যাপশনে করিনা প্রশ্ন রেখেছেন, “কে‘কুলেস্ট গ্যাংস্টার’? আমাকে কি সেটা বলে দিতে হবে? শাশুড়ি মাকে জন্মদিনের শুভেচ্ছা।”

করিনা এর আগেও তাঁর শাশুড়ির সঙ্গে সমীকরণ নিয়ে কথা বলেছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, শর্মিলাই তাঁদের পরিবারের ভিত। এক সুতোয় গোটা পরিবারকে তিনি বেঁধে রেখেছেন। শর্মিলাও তাঁর পুত্রবধূর প্রশংসা করেছেন একাধিক সাক্ষাৎকারে। করিনাকে নাটকীয় ও রসিক হিসাবেই চেনে গোটা বলিউড। কিন্তু শাশুড়ির মতে করিনা নাকি খুব শান্ত।

এক সাক্ষাৎকারে শর্মিলা বলেছিলেন, “করিনা খুবই শান্ত। কখনও চিৎকার করে না। করিনার উপস্থিতি এমনকি আমাকেও শান্ত করে দেয়।” করিনা নাকি সব সময় মাথা ঠান্ডা রাখেন। বিশেষ করে বাড়ির পরিচারক বা পরিচারিকাদেরর সঙ্গে করিনার কথা বলার ধরনে নাকি মুগ্ধ শর্মিলা।

Advertisement
আরও পড়ুন