Karisma Kapoor

প্রাক্তন স্বামী সঞ্জয়ের মৃত্যুর ১৪ দিন পর মুখ খুললেন করিশ্মা কপূর! কী জানালেন অভিনেত্রী?

জুন মাসে সঞ্জয়ের মৃত্যু, আবার এ মাসেই জন্মদিন করিশ্মার! এ বার নিজের জন্মদিন পর্যন্ত পালন করেননি অভিনত্রী। সঞ্জয়ের মৃত্যুর পর প্রথম বার মুখ খুললেন করিশ্মা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৮:৩৩
সঞ্জয়ের মৃত্যুর পর প্রথম বার লিখলেন করিশ্মা।

সঞ্জয়ের মৃত্যুর পর প্রথম বার লিখলেন করিশ্মা। ছবি: সংগৃহীত।

গত ১২ জুন লন্ডনে পোলো খেলতে খেলতে মৃত্যু হয় করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের। ২০০৩ সালে শিল্পপতি সঞ্জয়ের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় করিশ্মার। যদিও সে সম্পর্ক যে সুখের হয়েছিল, তেমন নয়। ১৪ বছর সংসার করার পর ২০১৬ সালে সঞ্জয়ের সংসার ত্যাগ করেন করিশ্মা।

Advertisement

তবে প্রাক্তন স্বামীর মৃত্যুর পর এক অন্য করিশ্মাকে দেখেন সকলে। প্রাক্তন শ্বশুরবাড়িতে যাওয়া থেকে সঞ্জয়ের শেষকৃত্য বা স্মরণসভা— দুই ছেলেমেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন করিশ্মা। দিদির জীবনের এমন কঠিন সময়ে পাশে ছিলেন করিনাও। যদিও এ ক’দিনে কোথাও কথা বলতে দেখা যায়নি তাঁকে। অবশেষে মৌনী ভাঙলেন অভিনেত্রী।

এই জুন মাসে সঞ্জয়ের মৃত্যু, আবার এ মাসেই জন্মদিন করিশ্মার। এ বছর নিজের জন্মদিন পালনও করেননি অভিনেত্রী। দিদির জন্মদিনে শুভেচ্ছাবার্তায় বোন করিনা অবশ্য লেখেন, ‘‘জানি সময়টা কঠিন, কিন্তু ঠিক পেরিয়ে যাবে।’’ করিশ্মা নিজে সমাজমাধ্যমে শেষ বার পোস্ট করেছিলেন সঞ্জয়ের মৃত্যুর ঠিক একদিন আগে। তার পর থেকে আর কোনও কিছু লেখেননি করিশ্মা। এ দিকে সঞ্জয়ের শ্রাদ্ধের কাজ শেষ হয়েছে। দুই ছেলেমেয়েকে নিয়ে দিল্লি থেকে মুম্বই ফিরে এসেছেন। বুধবার ছিল করিশ্মার জন্মদিন, অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন। করিশ্মা কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘‘এতটা পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।’’

Advertisement
আরও পড়ুন