Theft in Bardhaman Temple

রাতের অন্ধকারে পর পর আউশগ্রামের চার মন্দিরে ঢুকে প্রণামী বাক্স লুট! ২৫ হাজার টাকা নিয়ে চম্পট তিন দুষ্কৃতীর

রাতে পুলিশের নজরদারি সত্ত্বেও এই ধরনের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ২২:৪৫
আউশগ্রামে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুট।

আউশগ্রামে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুট। — নিজস্ব চিত্র।

মন্দিরে ঢুকে লুটপাটের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের আউশগ্রামের তকিপুর গ্রামে। শব্দ পেয়ে তাড়া করেন গ্রামবাসীরা। যদিও লাভ হয়নি। অভিযুক্তেরা চারটি মন্দিরে আটটি প্রণামী বাক্স ভেঙে প্রায় ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। গোটা ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ তকিপুরের ঐতিহ্যবাহী বড়মা মন্দির, পাশে ছোটমা মন্দির এবং বড়মার মন্দির সংলগ্ন দু’টি শিব মন্দিরের সব প্রণামী বাক্স ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বড় কালীমার মন্দিরের সেবায়েত দেবাশিস সরকার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তিনজন দুষ্কৃতী মুখে ঢাকা দিয়ে মন্দিরে ঢুকে প্রণামী বাক্স ভেঙে লুটপাট চালায়। মন্দিরের নিরাপত্তার জন্য একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সেই সিসি ক্যামেরায় মুখ ঢাকা তিন দুষ্কৃতীকে দেখা গিয়েছে।

রাতে পুলিশের নজরদারি সত্ত্বেও এই ধরনের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দা অসিত সরকার বলেন, রাতে মন্দির থেকে তাঁরা শব্দ শুনতে পান। স্থানীয়েরা বাড়ি থেকে বেরিয়ে আসতেই দুষ্কৃতীরা ছুটে পালায়। তাদের ধাওয়া করা হলেও ধরা যায়নি। দুষ্কৃতীদের হাতে শাবল-সহ একাধিক সরঞ্জাম ছিল। আউশগ্রাম থানা ও গুসকরা বিট হাউসের পুলিশ এসে তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের অনুমান, প্রায় ২৫ হাজার টাকার জিনিস নিয়ে পালিয়েছে চোরেরা।

Advertisement
আরও পড়ুন