Cinema hall tickets

ছবি দেখতে আর হাজার হাজার টাকা খরচ নয়! সব প্রেক্ষাগৃহে টিকিটের দাম মাত্র ২০০ টাকা?

শুধু আঞ্চলিক ভাষার ছবি নয়। রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে ও পর্দায় যে কোনও ভাষার ছবির টিকিটের দাম ২০০ টাকা। এই দামের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে করও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৫:৩৯
মাত্র ২০০ টাকায় ছবি দেখার টিকিট।

মাত্র ২০০ টাকায় ছবি দেখার টিকিট। ছবি: সংগৃহীত।

ছবি দেখতে গেলে আর হাজার হাজার টাকা খরচ করতে হবে না। মাল্টিপ্লেক্সে গেলেই আর অতিরিক্ত খরচের আশঙ্কা নেই। মধ্যবিত্তের সামর্থের মধ্যেই এখন বড় পর্দায় ছবি দেখার টিকিটের দাম। সমস্ত প্রেক্ষাগৃহে মাত্র ২০০ টাকায় দেখা যাবে সমস্ত ছবি। কর্নাটক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

শুধু আঞ্চলিক ভাষার ছবি নয়। রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে ও পর্দায় যে কোনও ভাষার ছবির টিকিটের দাম ২০০ টাকা। এই দামের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে করও। টিকিটের মোট দাম ২০০ টাকা ছাড়াবে না। ঘোষণা করা হয়েছে কর্নাটকের সরকার পক্ষ থেকে। জানা যাচ্ছে, স্ক্রিনের ধরন বা আসনের ধরন যেমনই হোক, টিকিটের দামে কোনও পার্থক্য থাকবে না। কর্নাটক সরকারের পক্ষ থেকে কর্নাটক সিনেমা রেগুলেশন রুলস ২০১৪-এর কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

এই প্রস্তাবনার বিষয়টি প্রকাশ করা হয়েছে মানুষের জন্য। কারও যদি কোনও আপত্তি থাকে বা কোনও পরামর্শ থাকে, তা হলে তাঁকে আগামী ১৫ দিনের মধ্যে জানাতে হবে। আর এ নিয়েই শুরু হয়েছে আলোচনা।

কর্নাটক সরকারের এই প্রস্তাবনাকে প্রশংসা করেছে রাজ্যের মানুষ। তাঁদের দাবি, এ বার মধ্যবিত্তের আওতায় প্রেক্ষাগৃহের টিকিট। তবে অন্য প্রশ্নও উঠেছে। টিকিটের দাম কমলেও, প্রেক্ষাগৃহের খাবার যেমন, পপকর্ন ও নরম পানীয়ের দাম কি আদৌ কমবে না কি আরও বাড়বে? আবার অনেক কর্নাটকবাসী দাবি করেছেন, শুধু টিকিটের দাম নয়। বাস, অটোর টিকিটের দামও এ বার কমাতে হবে।

তবে কর্নাটক সরকারের এই প্রস্তাবনা প্রশংসা করছে দেশের অন্য রাজ্যের মানুষও।

Advertisement
আরও পড়ুন