Kartik Aaryan

অষ্টাদশী পড়ুয়ার প্রেমে! গুঞ্জনের মাঝেই কার্তিক খোলসা করলেন, কেমন প্রেমিকা হবে তাঁর

বলিউডের প্রথম সারির দুই শক্তিশালী নায়িকার মতো গুণ যেন থাকে প্রেমিকার মধ্যে। এমনই ইচ্ছা অভিনেতার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৯:৩৮
দুই বলি নায়িকার মতো প্রেমিকা চান কার্তিক!

দুই বলি নায়িকার মতো প্রেমিকা চান কার্তিক! ছবি: সংগৃহীত।

আলোচনায় কার্তিক আরিয়ান। গোয়ায় গিয়ে ছবি ভাগ করে নেওয়ার পর থেকেই তাঁকে নিয়ে গুঞ্জন। তিনি নাকি ১৮ বছরের এক কলেজপড়ুয়ার সঙ্গে প্রেম করছেন। যদিও করিনা কুবিলিয়ুট নামে সেই কিশোরী জানিয়েছেন, তিনি মোটেই কার্তিকের প্রেমিকা নন। অভিনেতা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, তাঁর ঠিক কেমন প্রেমিকা পছন্দ।

Advertisement

বলিউডের প্রথম সারির দুই শক্তিশালী নায়িকার মতো গুণ যেন থাকে প্রেমিকার মধ্যে। এমনই ইচ্ছা অভিনেতার। ২০২৩ সালে কার্তিকের ছবি ‘ফ্রেডি’ মুক্তি পেয়েছিল। সেই সময়ে অভিনেতা জানিয়েছিলেন, তাঁর স্বপ্নের নারী যেন প্রিয়ঙ্কা চোপ়ড়া জোনাস ও করিনা কপূর খানের মতো হন।

সঙ্গীর মধ্যে ঠিক কী কী গুণ চান কার্তিক? তখন অভিনেতা জানিয়েছিলেন, সৌন্দর্যের দিক থেকে করিনা কপূরের মতো কাউকে চান তিনি। তবে রবীনা টন্ডনের মতো রসবোধ থাকতে হবে এবং প্রিয়ঙ্কা চোপড়ার মতো প্রতিভাবান ও ধনী হতে হবে। তবে কার্তিক জানিয়েছিলেন, তাঁর সবচেয়ে বেশি পছন্দ প্রিয়ঙ্কাকে। তাই নিজের সঙ্গীর মধ্যেই ‘দেশি গার্ল’-এর গুণই চান।

উল্লেখ্য, সম্প্রতি কার্তিক গোয়া থেকে একটি ছবি ভাগ করে নেন। ছবিতে শুধুই তাঁর একজো়ড়া পা দেখা যাচ্ছিল। একই সময়ে কিশোরী করিনা কুবিলিয়ুটও একটি ছবি তাঁর সমাজমাধ্যমে ভাগ করে নেন। একই সমুদ্র সৈকত, বুঝতে অসুবিধা হয়নি নেটাগরিকের। কার্তিকের ছবিতে একটি ভলিবলের কোর্টও দেখা গিয়েছিল, যা করিনা কুবিলিয়ুটের ছবিতেও দৃশ্যমান। কার্তিক ইনস্টাগ্রামে করিনাকে অনুসরণও করছিলেন। কিন্তু গুঞ্জন ছড়ানোর পরেই ৩৫ বছরের অভিনেতা ১৮ বছরের কিশোরীকে ‘আনফলো’ করে দেন।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের ছবি ‘তু মেরী ম্যাঁয় তেরা ম্যাঁয় তেরা তু মেরী’। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছে অনন্যা পাণ্ডেকে।

Advertisement
আরও পড়ুন