Kartik Aaryan

কার্তিকের সঙ্গে গোপনে গোয়ায়! গুঞ্জন ছড়াতেই অষ্টাদশী করিনার জীবনে এল কোন বদল?

কার্তিকের সঙ্গে নাম জড়াতেই করিনা নামের অষ্টাদশীর জীবনে এল নয়া পরিবর্তন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১১:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সম্প্রতি অভিনেতা কার্তিক আরিয়ান গোয়া থেকে একটি ছবি ভাগ করে নেন। ছবিতে শুধুই তাঁর এক জোড়া পা দেখা যাচ্ছিল। একই সময়ে কিশোরী করিনা কুবিলিয়ুটও একটি ছবি তাঁর সমাজমাধ্যমে ভাগ করে নেন। একই সমুদ্রসৈকত, বুঝতে অসুবিধা হয়নি নেটাগরিকদের। কার্তিকের ছবিতে একটি ভলিবলের কোর্টও দেখা গিয়েছিল, যা করিনা কুবিলিয়ুটের ছবিতেও দৃশ্যমান। কার্তিক ইনস্টাগ্রামে করিনাকে অনুসরণও করেছিলেন। তবে নেটাগরিকদের নজর কেড়েছে ওই তরুণীর বয়স। যেখানে কার্তিকের বয়স ৩৫, সেখানে ওই তরুণী সবে ১৮। সমাজমাধ্যম তোলপাড় কার্তিকের সঙ্গে নাম জড়াতেই ওই অষ্টাদশীর জীবনে এল নয়া পরিবর্তন।

Advertisement

ইংল্যান্ডের কার্লিসল কলেজের ছাত্রী করিনা। তিনি পেশায় একজন ‘চিয়ারলিডার’ও। কার্তিকের নামের সঙ্গে জড়িয়ে পড়ার আগে পর্যন্ত কেউই চিনতেন না তাঁকে। এখন এই করিনাকে খুঁজছেন নেটাগরিকেরা। তাতেই তাঁর সমাজমাধ্যমে অনুরাগীর সংখ্যা ১৯৯২ থেকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হয়েছে ১০ হাজার। বিতর্ক শুরু হওয়ার আগে পর্যন্ত কার্তিক ইনস্টাগ্রামে অনুসরণ করতেন এই তরুণীকে। তবে বর্তমানে তাঁকে আনফলো করে দিয়েছেন কার্তিক।

কার্তিকের সঙ্গে নাম জড়াতেই করিনা মুখ খুলেছেন। তাঁর দাবি, তিনি মোটেই কার্তিকের প্রেমিকা নন। এক নেটাগরিক করিনার উদ্দেশে লিখেছেন, “দয়া করে কার্তিকের থেকে পালাও। আমার কথা শোনো, কার্তিকের সঙ্গে প্রেম করা ঠিক নয়। ও তোমাকে ছেড়ে দেবে। তাই ও ছাড়ার আগে তুমি ওকে ছেড়ে দাও।” সেই পোস্টে গিয়েই করিনা মন্তব্য করেছেন, “আমি ওর প্রেমিকা নই!”

Advertisement
আরও পড়ুন