Katrina Kaif

অবশেষে সুখবর, মা হলেন ক্যাটরিনা কইফ! পুত্র না কি কন্যা, কে এল ভিকিপত্নীর কোলে

সেপ্টেম্বর মাসেই সুখবর দিয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। তার পর থেকেই সময় গোনা শুরু করেছিলেন অনুরাগীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১১:৩১
সন্তান এল ক্যাটরিনা-ভিকির কোলে।

সন্তান এল ক্যাটরিনা-ভিকির কোলে। ছবি: সংগৃহীত।

অপেক্ষার অবসান। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা কইফ। সেপ্টেম্বর মাসেই সুখবর দিয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। তার পর থেকেই সময় গোনা শুরু করেছিলেন অনুরাগীরা।

Advertisement

ভিকি সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘‘আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।’’ জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি। ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা ও ভিকি। গোপনীয়তা বজায় রেখে বসেছিল সেই বিয়ের আসর। ২০২৪ সাল থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মূলত, অভিনেত্রী দীর্ঘ দিন লন্ডনে নিজের মায়ের কাছে গিয়ে থাকছিলেন। সেই সময় থেকে শুরু হয় জল্পনা। পাশাপাশি, অভিনয় থেকেও দূরে সরে গিয়েছিলেন তিনি। কখনও তাঁকে দেখা গিয়েছিল তীর্থস্থানে, কখনও কোনও অনুষ্ঠানে। এর বাইরে নিজের প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাঁকে।

অবশেষে সব জল্পনার পরে চলতি বছরের সেপ্টেম্বর মাসে স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।” কিছু দিন আগে ভিকি নিজেও এক সাক্ষাৎকারে এই সুখবর নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি বলেছিলেন, “অপেক্ষায় আছি সন্তানের। সত্যিই এটা একটা আশীর্বাদের মতোই। এই সময়টা খুবই উত্তেজনার। আর মাত্র কিছু ক্ষণের অপেক্ষা।”

ক্যাটরিনা বরাবরই মা হতে চেয়েছিলেন। ১০ বছর আগের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, পরিবার, স্বামী, সন্তান এই বিষয়গুলিকে তিনি বিশেষ মর্যাদা দেন। ক্যাটরিনা বলেছিলেন, “অন্য রকমের ভাবনাচিন্তা অনেকের থাকতেই পারে। কিন্তু আমার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বিয়ে করার স্বপ্ন দেখি। সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই। আমি এমনই।”

Advertisement
আরও পড়ুন