Salman Khan Birthday

বাড়িতে সন্তান নিয়ে ক্যাটরিনা, শত ব্যস্ততার মাঝে সলমনের জন্মদিনে কী বার্তা দিলেন অভিনেত্রী?

সদ্য মা হয়েছেন। পুত্রসন্তানকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যাচ্ছেন না ক্যাটরিনা। তবে সলমনের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৭
(বাঁ দিকে) ক্যাটরিনা কইফ, (ডান দিকে) সলমন খান।

(বাঁ দিকে) ক্যাটরিনা কইফ, (ডান দিকে) সলমন খান। ছবি: সংগৃহীত।

শুক্রবার রাত থেকেই সলমন খানের পনবেলের খামারবাড়িতে তারকাদের ভিড়। মধ্যরাত থেকেই শুরু হয়েছে উদ্‌যাপন। সেখানে নাকি ছিলেন অভিনেতার বর্তমান ও প্রাক্তন বান্ধবীরাও। সলমনের ৬০ বছরের জন্মদিন বলে কথা। তবে এ দিন অনুপস্থিত সলমনের একসময়ের ঘনিষ্ঠ বান্ধবী ক্যাটরিনা কইফ। সদ্য মা হয়েছেন। পুত্রসন্তানকে ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি। তবে সলমনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি।

Advertisement

দেখতে দেখতে জীবনের ৬০টা বসন্ত পার করে ফেলেছেন সলমন খান। এখনও তিনি বলিউডের ‘চিরকুমার’। তাঁর জীবনে প্রেমের আসা-যাওয়া থাকলেও তিনি কিন্তু এখনও দেশবাসীর কাছে ‘ভাইজান’ হিসাবেই রয়ে গিয়েছেন। তাঁর জীবনের একাধিক সম্পর্কের মধ্যে ঐশ্বর্যা রাইয়ের পরে ক্যাটরিনাকে নিয়ে বেশি আলোচনা হয়। বলিপাড়ার একাংশের দাবি, ক্যাটরিনার সাফল্যের পিছনে নাকি সলমনের অবদান অনেকটাই। দু’জনে নাকি দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। যদিও এই বিষয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা। তবে সেই সম্পর্কেও চিড় ধরে। অবশেষে ভিকি কৌশলকে ভালবেসে, তাঁর সঙ্গে সংসার পেতেছেন ক্যাট। অন্য দিকে এখনও ‘সিঙ্গল’ সলমন। সলমনকে ‘টাইগার’ নামেই ডাকেন ক্যাটরিনা। এ দিন ক্যাটরিনা শুভেচ্ছাবার্তায় লেখেন, ‘‘টাইগার, টাইগার, টাইগার— শুভ ৬০ বছরের জন্মদিন। তোমার মতো ব়ড় মাপের মানুষের জন্য অনেকটা শুভেচ্ছা। তোমার প্রতিটা দিন ভালবাসায়, আলোয় ভরে ওঠুক।’’

সলমনের প্রতিটা জন্মদিনেই ক্যাটরিনা শুভেচ্ছাবার্তা পাঠান। যদিও নিজের বিয়েতে খান পরিবারকে আমন্ত্রণ জানাননি অভিনেত্রী। একটা সময় সলমনের বাড়িতে ক্যাটরিনার ঘন ঘন যাতায়াত ছিল। যদিও এখন সে সবই অতীত।

Advertisement
আরও পড়ুন