Katrina Kaif

চোখেমুখে নায়িকাসুলভ চিহ্নমাত্র নেই, ছেলের জন্মের পর প্রথম বার প্রকাশ্যে ক্যাটরিনা

২০২১–এর ৯ ডিসেম্বর উদয়পুরে চুপিসারে বিয়ে করেছিলেন ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল। বিবাহবার্ষিকীতে ক্যাটরিনার সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন স্বামী ভিকি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২১:১৯
ছেলের জন্মের পরে কেমন দেখতে লাগছে ক্যাটরিনাকে?

ছেলের জন্মের পরে কেমন দেখতে লাগছে ক্যাটরিনাকে? ছবি: সংগৃহীত।

মুখে রূপটানের লেশমাত্র নেই। চোখা চোয়াল, নায়িকাসুলভ হাবভাবের চিহ্নমাত্র নেই। গাল আগের চেয়ে কিছুটা ফুলেছে। ছেলের জন্মের পরে প্রথম বার প্রকাশ্যে এলেন ক্যাটরিনা কইফ। বিয়ের চার বছরের পূর্তি। ২০২১–এর ৯ ডিসেম্বর উদয়পুরে চুপিসারে বিয়ে করেছিলেন ক্যাটরিনা এবং ভিকি কৌশল। বিবাহবার্ষিকীতে ক্যাটরিনার সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন স্বামী ভিকি।

Advertisement
নিজেদের ছবি ভাগ করে নিয়েছেন ভিকি কৌশল।

নিজেদের ছবি ভাগ করে নিয়েছেন ভিকি কৌশল। ছবি: ইনস্টাগ্রাম।

নিজেদের একটি মিষ্টি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা। লেখেন, “ঘুম থেকে বঞ্চিত, সুখী এবং কৃতজ্ঞ— আনন্দের চার বছর।” ছেলে হওয়ার পর থেকে তাঁদের নিয়ে কৌতূহলের শেষ নেই। অন্তঃসত্ত্বা হওয়ার সময় থেকে ছেলে হওয়া পর্যন্ত— সবটাই লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন যুগলে। বিয়ের সময়েও একই গোপনীয়তা বজায় রেখেছিলেন তাঁরা।

বিয়ের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে সবাইকে সুখবর দেন তাঁরা। বিবাহবার্ষিকীর এক মাস আগেই পুত্রসন্তানের মা হয়েছেন ক্যাটরিনা। সে খবরও অনেক পরেই জানিয়েছিলেন তাঁরা। মায়ের জন্মমাসেই ছেলের বাবা হয়েছেন ভিকি, সেটা ছিল নায়কের কাছে বাড়তি উন্মাদনা। ভিকি বরাবরই সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তাঁর মায়ের খুব কাছের। মায়ের জন্মমাসেই সন্তান এসেছে। তাই ভিকির অনুরাগীরা মনে করছেন, নভেম্বর মাসটা আরও বিশেষ হয়ে উঠবে কৌশল পরিবারের জন্য। ক্যাটরিনার ছেলে হওয়ার খবর প্রকাশ্যে আসতেই দেওর সানি কৌশল লেখেন, “আমি কাকা হয়ে গেলাম।” ভিকি আগেই জানিয়েছেন, সন্তান জন্মের পরে তিনি নাকি এখন বেশ কিছু দিন আর বাড়ির বাইরে যাবেন না!

Advertisement
আরও পড়ুন