Aamir Khan

Kiran Rao: প্রায় এক যুগ পর ফের পরিচালনায় ফিরছেন কিরণ রাও

তাঁর শেষ পরিচালিত ছবি ‘ধোবি ঘাট’। ১২ বছর পর ফের পরিচালকের আসনে কিরণ রাও।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ২১:৩৫
ফের পরিচালনায় কিরণ

ফের পরিচালনায় কিরণ

কেটে গিয়েছে প্রায় ১২ বছর। তাঁর শেষ পরিচালিত ছবি ‘ধোবিঘাট’। প্রায় একযুগ পর আবারও পরিচালনায় ফিরছেন কিরণ রাও। তাঁর আগামী ছবি ‘লাপাতা লেডিস’। যদিও এ বিষয়ে বিশদে কিছুই বলতে নারাজ পরিচালক, প্রযোজক।

২০০১ সালে ভারতের এক গ্রামের গল্পই সেলুলয়েডে আনতে চলেছেন কিরণ। দুই কনে ট্রেনে হারিয়ে যায়। তারপর তাঁদের জীবন ঠিক কোন দিকে মোড় নেয়। এই নিয়ে এগোয় গল্প।

Advertisement

স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষান, ছায়া কদম-সহ অনেককেই এই ছবিতে দেখবে দর্শক। তবে দুই কনের চরিত্রে দেখা যাবে দুই নতুন মুখকে। ১১ অগস্ট আমির খানের ছবি ‘লাল সিংহ চড্ডা’ মুক্তির দিনই প্রকাশ্যে আসবে কিরণের নতুন ছবির প্রথম ঝলক।

‘লগান’ ছবিতে সহযোগী পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন কিরণ। তারপর আমিরের সঙ্গে বিয়ে, প্রেম, সম্পর্ক অনেক কারণেই শিরোনামে এসেছে তাঁর নাম। যদিও আমির-কিরণে বিচ্ছেদ হয়েছে অনেক দিন হল। তবে এই ছবির অন্যতম প্রযোজক হলেন আমির খান।

Advertisement
আরও পড়ুন