Kriti Sanon and Kabir Bahia

বোনের পরেই দিদির পালা! সম্পর্কে সিলমোহর দিলেন প্রেমিক, বিয়ে কবে করছেন কৃতি সেনন?

বহু দিন ধরেই জল্পনা, কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে আছেন কৃতি। বিমানবন্দর থেকে পারিবারিক অনুষ্ঠান, বহু জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু সম্পর্কের কথা নিজের মুখে কখনওই স্বীকার করেননি কৃতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১১:৩২
কৃতি ও কবীর বিয়ে করবেন কবে?

কৃতি ও কবীর বিয়ে করবেন কবে? ছবি: সংগৃহীত।

বোন গাঁটছড়া বাঁধার সঙ্গে সঙ্গেই নিজের বিয়ের ইঙ্গিত দিলেন কৃতি সেনন? সম্প্রতি স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নূপুর সেনন। বিয়ের নানা মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কৃতি নিজেই। বোনের বিয়ে নিয়ে তিনি আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন। এর মধ্যেই নিজের সম্পর্কেও সিলমোহর দিয়ে দিলেন তিনি?

Advertisement

বহু দিন ধরেই জল্পনা, কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে আছেন কৃতি। বিমানবন্দর থেকে পারিবারিক অনুষ্ঠান, বহু জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু সম্পর্কের কথা নিজের মুখে কখনওই স্বীকার করেননি কৃতি। কিন্তু আলোচিত প্রেমিক কবীর নিজেই প্রায় সব ফাঁস করে দিলেন। নূপুরের বিয়ের আসর থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন কবীর। তার মধ্যে একটি ছবি কৃতির সঙ্গে। ক্যাপশনে তিনি লিখেছেন, “অসাধারণ কিছু স্মৃতি ও মানুষ।”

একেবারে যুগলের মতোই তাঁরা ক্যামেরাবন্দি হয়েছেন বলে মত অনুরাগীদের। কৃতি পরেছেন সবুজ রঙের গাউন। কবীরের পরনে সাদা রঙের ব্লেজ়ার স্যুট। জুটিকে দেখে মুগ্ধ অনুরাগীরা। মন্তব্যে কৃতির উদ্দেশে তাঁরা লিখেছেন, “আর দেরি কিসের? বোনের বিয়ে দিয়ে দিয়েছেন। এ বার আপনিও বিয়েটা সেরে ফেলুন।” কেউ আবার লিখেছেন, “মেড ফর ইচ আদার।” এই ছবিই কি তবে সিলমোহর দিল কৃতি ও কবীরের সম্পর্কে? বিয়েটা কবে? এমন নানা প্রশ্ন উঠছে। তবে এখনও মুখে কুলুপ এঁটে অভিনেত্রী নিজে।

উল্লেখ্য, নূপুর ও স্টেবিন হিন্দু ও খ্রিস্টান, এই দুই মতে বিয়ে করেছেন। বিয়েতে ছিল এলাহি আয়োজন। মুম্বইয়ে প্রীতিভোজের আসরে বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন।

Advertisement
আরও পড়ুন