(বাঁ দিকে) কুমার শানু, (ডান দিকে) রীতা ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।
গত কয়েক মাস ধরেই কুমার শানুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। বেশ কিছু সাক্ষাৎকারে রীতা জানিয়েছেন অন্তঃসত্ত্বা অবস্থায় কী ভাবে কষ্টে দিন কেটেছে তাঁর। শুধু তা-ই নয়, কুমার শানুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও আনেন তিনি। তার পরেই প্রাক্তন স্ত্রীর নামে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন গায়ক। জবাব দিলেন রীতাও।
রীতা এক সাক্ষাৎকারে বলেন,‘‘ আমি এত বছর পরে কেন ওঁর সম্মান নষ্ট করার চেষ্টা করব? যদিও ওঁর সম্মান নষ্ট করার ইচ্ছা থাকত, তা হলে বহু আগেই করতে পারতাম। এখন কেন করব? আর শানু কি ভাবছে যে আমার কাছে ৫০ কোটি টাকা আছে? ও নিজে আমাকে যৎসামান্য খোরপোশ দিয়েছিল। তার বিনিময়ে এই পরিমাণ টাকা আমি দেব কোথা থেকে?’’
‘বিগ বস্’-এ গিয়ে কুমার শানুর সঙ্গে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন কুনিকা সদানন্দ। তার পর থেকেই বিতর্ক ঘনীভূত হতে থাকে। এক সাক্ষাৎকারে রীতা বলেন, “আমি যখন অন্তঃসত্ত্বা, তখন ওর একটা বিবাহবহির্ভূত সম্পর্কও ছিল। সেটা এতদিনে প্রকাশ্যে এসেছে। অথচ, আমাকে সেই সময়ে আদালতে নিয়ে গিয়েছিল। তখন আমার খুব অল্প বয়স। মনে হয়েছিল, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার পরিবারও চমকে গিয়েছিল।”