একসঙ্গে প্রথম বার রজনীকান্ত ও শাহরুখ। ছবি: সংগৃহীত।
প্রথম বার রজনীকান্তের সঙ্গে পর্দা ভাগ করবেন শাহরুখ খান! সম্প্রতি, এক সাক্ষাৎকারে এমনটাই বলে ফেললেন মিঠুন চক্রবর্তী। কোন ছবির কথা বললেন অভিনেতা?
রজনীকান্তের পরবর্তী ছবি ‘জেলার ২’। এক সাক্ষাৎকারে কথায় কথায় মিঠুন বলে ফেলেন যে, সেই ছবিতে দেখা যাবে শাহরুখকে। এক সাক্ষাৎকারে মিঠুনকে জিজ্ঞাসা করা হয়, এমন কোনও ঘরানা আছে কি না, যা তাঁর সবচেয়ে প্রিয়। তা হতে পারে পারিবারিক ছবি বা অ্যাকশনে ভরপুর অথবা থ্রিলার ঘরানা। উত্তরে অভিনেতা বলেন, “ও ভাবে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার পরবর্তী ছবি ‘জেলার ২’, সেখানে সকলেই আমার বিরুদ্ধে।” এর পরেই ছবির কলাকুশলী সম্পর্কে তিনি বলেন, “রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ, রম্যা কৃষ্ণণ, শিবা রাজকুমার— প্রত্যেকে আমার বিরুদ্ধে।” তাঁর কথায় শুধু শাহরুখের উপস্থিতিই স্পষ্ট হয়নি, সেই সঙ্গে তিনি যে খলচরিত্রে অভিনয় করছেন তা-ও জানা গেল।
অর্থাৎ ‘জেলার ২’ হতে চলেছে রজনীকান্ত ও শাহরুখের একসঙ্গে প্রথম ছবি। ২০১১ সালে অনুভব সিন্হা পরিচালিত শাহরুখ অভিনীত ‘রা ওয়ান’ ছবিতে রজনীকান্তের ক্যামিয়ো দেখা গিয়েছিল। কিন্তু, সম্প্রতি অভিনেতা সুরেশ মেনন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওই দৃশ্যে শুটিংয়ের জন্য রজনীকান্ত সশরীরে আসেননি, কারণ সেই সময় তিনি অসুস্থ ছিলেন। এর পরে ২০১৩ সালের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে রজনীকান্তকে গানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছিলেন বাদশা। তবে এ বার প্রথম একসঙ্গে এক পর্দায় দুই তারকাকে দেখবে দর্শক।