Look Out Notice Against Raj-Shilpa

ফের বড় বিপদে রাজ কুন্দ্রা, শিল্পা শেট্টী! কেন তারকা দম্পতির বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিস জারি?

অভিযোগ, ব্যবসা সম্প্রসারণের জন্য কম সুদে ৬০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজ। সেই অর্থ নাকি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৪
ফের বিপাকে রাজ কুন্দ্রা, শিল্পা শেট্টী!

ফের বিপাকে রাজ কুন্দ্রা, শিল্পা শেট্টী! ছবি: সংগৃহীত।

ছবিমুক্তির আগে তিনি ঘোষণা করেছিলেন, প্রথম দিনের বক্সঅফিস কালেকশন পঞ্জাবের বন্যাত্রাণে দান করবেন। শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহর’। এত কিছু করেও রেহাই পেলেন না ব্যবসায়ী অভিনেতা। খবর, ছবিমুক্তির দিনেই রাজ এবং তাঁর অভিনেত্রী স্ত্রী শিল্পা শেট্টীর বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিস জারি করল মুম্বই পুলিশ। ৬০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ তাঁদের বিরুদ্ধে।

Advertisement

রাজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন দীপক কোঠারি। তাঁর অভিযোগ, দম্পতি তাঁর সঙ্গে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণা করেছেন। এই প্রতারণায় অভিনেত্রী এবং তাঁর ব্যবসায়ী স্বামীর সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’ও জড়িত ছিল। দীপকের দাবি, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে রাজ ব্যবসা সম্প্রসারণের অজুহাতে তাঁর সঙ্গে ব্যবসায়িক বিনিয়োগ করেছিলেন। সেই অর্থ ব্যবসায়িক খাতে খরচ না করে রাজ ব্যক্তিগত স্বার্থে স্থানান্তরিত করেন। অথচ তিনি ঋণশোধ করেননি। সুদ দেওয়া দূরের কথা!

খবর, দীপকের এই অভিযোগের ভিত্তিতেই এর পর মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইকোনমিক অফেন্সেস উইং) মামলা দায়ের করে। এরই জেরে শুক্রবার জারি হয় ‘লুকআউট’ নোটিস। যদিও শিল্পা এবং রাজের আইনজীবী এর আগে অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, দায়ের হওয়া মামলাটি দেওয়ানি মামলার অন্তর্ভুক্ত। ২০২৪-এর ৪ অক্টোবর ‘ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল’-এ বিচার সম্পন্ন হয়েছিল।

২৪ অগস্ট থেকে শুরু হয়েছে সলমন খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিগ্‌ বস ১৯’। এ বছর রাজ সেখানেও যোগ নিয়েছেন। পাশাপাশি, এ বছর তাঁর তিনটি পঞ্জাবি ছবিমুক্তির সম্ভাবনা। সব মিলিয়ে এ বছরের শুরুটা ভাল হয়েছিল রাজের। হঠাৎ করে জালিয়াতি মামলায় নতুন করে ফের জড়িয়ে যাবেন, ঘুণাক্ষরেও বোধহয় টের পাননি রাজ-শিল্পা। এ দিকে বলিউডে এ খবর ছড়াতেই গুঞ্জন, এ বছর পারিবারিক মৃত্যুর কারণে গণেশচতুর্থী পালন করতে পারেননি ব্যবসায়ী পরিবার। তার জন্য এ রকম অঘটনের সম্মুখীন নন তো তাঁরা?

Advertisement
আরও পড়ুন