Malaika Arora

‘বুড়ি’ বলে ব্যঙ্গ! শুনে ভেঙে পড়েন মালাইকা, মনখারাপে মাকে কী ভাবে সামলান আরহান?

কখনও বয়স, কখনও আবার সাহসী পোশাকের জন্য কটাক্ষের শিকার হন মালাইকা। কিন্তু কটাক্ষ যাতে কোনও প্রভাব ফেলতে না পারে নিজের উপর, সেই দিকেও নজর রাখেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৫:০৫
কটাক্ষ শুনলে খারাপ লাগে মালাইকার।

কটাক্ষ শুনলে খারাপ লাগে মালাইকার। ছবি: সংগৃহীত।

বয়স সংখ্যামাত্র। প্রমাণ করেছেন মালাইকা অরোরা। বয়স ৫১ হলেও তাঁকে দেখে তা বোঝার উপায় নেই, দাবি তাঁর অনুরাগীদের। কিন্তু নিন্দকেরা কিছু বলবেন না, তা কি হয়? তাঁরা আবার নানা রকমের কটাক্ষ করেছেন মালাইকাকে। এমনকি, তাঁকে ‘বুড়ি’ বলেও খোঁচা দিয়েছেন। এই সব মন্তব্য শুনলে কেমন লাগে মালাইকার? জানালেন অভিনেত্রী নিজেই।

Advertisement

কখনও বয়স, কখনও আবার সাহসী পোশাকের জন্য বার বার কটাক্ষের শিকার হয়েছেন মালাইকা। কিন্তু কটাক্ষ যাতে কোনও প্রভাব না ফেলতে পারে নিজের উপর, সেই দিকেও নজর রাখেন তিনি। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, “অনেকেই আমাকে বলে ‘বুড়ি’! কাউকে এই সব কথা কী ভাবে বলা যায়? মাঝেমধ্যে এই সব শুনলে খারাপ লাগে ঠিকই। বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই এদের মধ্যে। এরা শুধু আমার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বটাই দেখতে পায়।”

মালাইকাকে বাইরে থেকে দেখতে সবসময় হাসিখুশি মনে হয়। কিন্তু তাঁর ভিতরেও যন্ত্রণা রয়েছে। বহু কথায় তাঁরও মনে আঘাত লাগে বলে দাবি মালাইকার। কিন্তু মনখারাপ হলেও, এই ধরনের কটাক্ষে ইতিবাচক প্রতিক্রিয়া দেওয়ারই চেষ্টা করেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী কটাক্ষকারীদের উদ্দেশে বলেন, “আপনারা এগিয়ে যান এবং যা মন চায় বলতে থাকুন। আমার তাতে কোনও অসুবিধা নেই।” কিছু মানুষের কাজই, ভুলত্রুটি বার করে এনে কটাক্ষ করা। তাই তাঁদের নিয়ে না ভেবে নিজের ইচ্ছেয় বাঁচতে হবে বলে মনে করেন মালাইকা।

মাকে কটাক্ষের শিকার হতে দেখে কেমন লাগে পুত্র আরহান খানের? মালাইকা বলেছেন, “আমার পুত্র আমার অন্যতম ভরসা। ও সব সময় বোঝায়, ‘কে কী বলছে, তাতে কীই বা এসে গেল! তুমি কেন মন খারাপ করছ?’ তার পর ওই সব কটাক্ষ আমি এমনিই ছু়ড়ে ফেলে দিয়ে এগিয়ে যাই।” তাই বয়স নিয়ে কুকথা শুনলেও, তাতে কর্ণপাত করেন না মালাইকা।

Advertisement
আরও পড়ুন