Malaika Arora

‘সুখ ছিল না আমার’, ঠিক কোন কারণে বিচ্ছেদ হয়েছিল? আরবাজ়ের জন্য কি এখন আক্ষেপ হয় মলাইকার?

১৯৯৮ সালে মলাইকা-আরবাজ়ের বিয়ে হয়েছিল। তাঁদের ২২ বছরের এক পুত্রসন্তানও রয়েছে। সেই বিয়ে ভেঙে যায় ২০১৬ সালে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৭:৪৮
আরবাজ়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন মলাইকা?

আরবাজ়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন মলাইকা? ছবি: সংগৃহীত।

বাবা হতে চলেছেন আরবাজ় খান। এর মধ্যেই প্রাক্তন স্ত্রী মলাইকা জানালেন, তিনি সারা জীবনই আরবাজ়ের সঙ্গে দাম্পত্যে থাকতে চেয়েছিলেন। কিন্তু তা আর হয়নি। সেই দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ নিয়ে এ বার মুখ খুললেন মলাইকা।

Advertisement

১৯৯৮ সালে মালাইকা-আরবাজ়ের বিয়ে হয়েছিল। সেই বিয়ে ভেঙে যায় ২০১৬ সালে। তাঁদের ২২ বছরের এক পুত্রও রয়েছে। বিবাহবিচ্ছেদ হলেও পুত্র আরহানের মা-বাবা হিসেবে জুড়ে রয়েছেন তাঁরা। সম্প্রতি মলাইকা জানিয়েছেন, পরিকল্পনামতো সবসময়ে সম্পর্ক এগোয় না।

এক সাক্ষাৎকারে মলাইকা বলেছেন, “আমার বিয়ে সারা জীবনের জন্য টিকে গেলে আমার ভালই লাগত। কিন্তু তা হয়নি। তার মানে আমি ভালবাসায় আস্থা হারিয়েছি, তা নয়। আমি অনুতাপ করছি অতীতের সম্পর্ক নিয়ে, তা-ও নয়। যা হওয়ার ছিল, তা হয়ে গিয়েছে।”

আরবাজ় ও মলাইকা দু’জনেই চেয়েছিলেন সম্পর্ক মেরামত করে নিতে। শেষের দিকে সমস্যা মিটিয়ে নিয়ে ফের একসঙ্গে চলার কথা ভেবেওছিলেন। কিন্তু শেষে দু’জনেই বুঝতে পারেন, এই সম্পর্ক টেকার নয়। মলাইকা বলেছেন, “একটা সময়ের পরে আমরা দু’জনেই বুঝতে পারি, এই বিয়ে টিকবে না। অন্যকে খুশি করার আগে নিজেকে তো খুশি রাখতে হবে! আমি নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলাম না।”

এই সিদ্ধান্ত নেওয়ার পরে অনেকেই মলাইকাকে স্বার্থপর বলেছিলেন। কিন্ত তাতে কান দেননি অভিনেত্রী। নিজেকে ভাল রাখাই ছিল তাঁর প্রথম লক্ষ্য। তাই তিনি বলেছেন, “অন্যদের কাছে স্বার্থপর মনে হতে পারে। কিন্তু আমার যেটা ঠিক মনে হয়েছে, সেটাই করেছি। এই সিদ্ধান্তই আমাকে আরও ভাল হতে সাহায্য করেছিল। আমার ছেলেও এই সিদ্ধান্তে সুখী।”

Advertisement
আরও পড়ুন