Malaika Arjun Relationship

‘ও আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ’, বিচ্ছেদের পরেও অর্জুনের সঙ্গে কেমন সমীকরণ? মুখ খুললেন মলাইকা

দীর্ঘ ছয় বছর সম্পর্কে ছিলেন মলাইকা ও অর্জুন। বিচ্ছেদের পরের সমীকরণ কেমন? জানালেন নায়িকা নিজেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৫:০১
অর্জুনের সঙ্গে মলাইকার সম্পর্ক কেমন?

অর্জুনের সঙ্গে মলাইকার সম্পর্ক কেমন? ছবি: সংগৃহীত।

একসময়ে বলিউডের ‘পাওয়ার কাপল’ ছিলেন মলাইকা অরোরা ও অর্জুন কপূর। ২০২৪ সালে সেই সম্পর্কে ভাঙন ধরে। তবে তার পরেও বহু বার তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মলাইকার বাবার মৃত্যু হওয়ার পরে ছুটে গিয়েছিলেন অর্জুন। সেই নিয়েও আলোচনা হয়েছিল। তাঁদের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তা নিয়ে কথা বলেছেন মলাইকা।

Advertisement

এক সাক্ষাৎকারে অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে মলাইকা বলেন, “আমার মনে হয়, ক্রোধ, আঘাত, এগুলি নির্দিষ্ট কিছু সময় পর্যন্তই সীমিত থাকে। প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে। আমরা সবাই মানুষ। রাগের অভিব্যক্তি, মনে আঘাত লাগা, হতাশার নানা রূপ আমরা দেখেছি। সেটাই মানুষের প্রকৃতি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্তটা সেরে যেতে থাকে। সময় সব ঠিক করে দেয়।”

দীর্ঘ ছয় বছর সম্পর্কে ছিলেন মলাইকা ও অর্জুন। বিচ্ছেদের পরের সমীকরণ কেমন? অভিনেত্রী-মডেল বলেছেন, “আলাদা কিছুই হয়নি। আসলে যা-ই হয়ে যাক, ও আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বটেই। তবে সত্যিই আমি আমার অতীত নিয়ে বেশি কথা বলতে চাই না। আমার ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও বেশি বলতে চাই না। ইতিমধ্যেই এ সব নিয়ে অনেক লেখা হয়েছে।”

কিছু দিন আগেই আর এক সাক্ষাৎকারে মলাইকা জানিয়েছেন, কম বয়সে বিয়ে করাটা ভুল। তাঁর কথায়, “কম বয়সে বিয়ে করার মতো ভুল আর একটাও নেই। জীবনকে উপভোগ করা উচিত। হ্যাঁ, বিয়ের পরেও জীবনে বিভিন্ন ভাল সময় আসবে। অনেক ভাল ঘটনা ঘটবে। যেমন আমি খুব তাড়াতাড়ি সন্তানের মা হতে পেরেছি। এটা অবশ্যই ভাল একটা ঘটনা। কিন্তু তার মানে এই নয় যে, বিয়েই জীবনের সব কিছু। বরং নিজের পায়ের তলার মাটি শক্ত করা উচিত।”

Advertisement
আরও পড়ুন