(বাঁ দিকে) শ্রদ্ধা কপূর, (ডান দিকে) রাহুল মোদী। ছবি: সংগৃহীত।
ফেব্রুয়ারিতে বলিউডে জোড়া বিয়ে। শোনা যাচ্ছে, আগামী মাসের ২৬ তারিখে নাকি উদয়পুরে চারহাত এক হবে বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার। খবর, সেই উদয়পুরেই বসবে আরও এক বিয়ের আসর। প্রেমপর্বের পরে চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর, খবর এমনই। বোনের বিয়ের কথা শুনতেই কী প্রতিক্রিয়া দিলেন সিদ্ধান্ত কপূর?
শোনা যাচ্ছে, উদয়পুরে সাবেক ঢঙে বিয়ের পরিকল্পনা করেছেন শ্রদ্ধা-রাহুল। যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এই বিষয়ে। সুন্দরী শ্রদ্ধার বিয়ের খবরে আহত একাধিক পুরুষ অনুরাগী। আবার অনেকেই তাঁকে জীবনের নতুন অধ্যায়ের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজমাধ্যমে তাঁর বিয়ে সংক্রান্ত একটি পোস্টের মন্তব্যবাক্সে হাজির হন দাদা সিদ্ধান্ত। সেখানে শক্তি-পুত্র লেখেন, “এটা তো আমার কাছেও একেবারে নতুন খবর!” সঙ্গে জুড়ে দেন অবাক হওয়া এবং হাসির ইমোজি। সিদ্ধান্তের এই প্রতিক্রিয়া নিমেষে ভাইরাল হয়ে যায়। এর পর এক নেটিজেন মন্তব্য করেন, “আশা করি, এ বার আর কোনও গুজব থাকবে না”!
এর আগেও একাধিক বার শ্রদ্ধার বিয়ের খবর শোনা গিয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের একটি গয়নার সংস্থা রয়েছে শ্রদ্ধার। রাহুলের সঙ্গে প্রেমপর্বের আগে কয়েক বার মন ভেঙেছে শ্রদ্ধার। কখনও আদিত্য রায় কপূর, কখনও পরিচালক ফারহান আখতার— শ্রদ্ধার প্রেম নিয়ে নানা সময়ে নানা আলোচনা হয়েছে। শোনা যায়, বিবাহিত ফারহানের সঙ্গে মেয়ের বিয়েতে মত ছিল না বাবা শক্তি কপূরের। সেই কারণেই নাকি সম্পর্কে ইতি টানতে হয় শ্রদ্ধাকে।
তবে রাহুলকে নিয়ে তেমন কোনও সমস্যা নেই। সম্প্রতি এক অনুরাগী শ্রদ্ধাকে জিজ্ঞাসা করেন, তিনি আদৌ বিয়ে করবেন কি না? তাতেই হাসতে হাসতে শ্রদ্ধা বলেন, ‘‘হ্যাঁ, আমি বিয়ে করব। নিশ্চয়ই বিয়ে করব।’’ তা হলে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন? যদিও তা নিশ্চিত করে এখনও বলেননি তিনি।