Mamta Kulkarni

বিশেষ প্রস্তাব এসেছিল লালুপ্রসাদের তরফে! মহামণ্ডলেশ্বর পদ খুইয়ে দাবি মমতা কুলকার্নির

এক সপ্তাহের মধ্যেই সেই পদ থেকে বহিষ্কৃত হন তিনি। এর মধ্যেই এক বিস্ফোরক দাবি করেছেন মমতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৩
Mamta Kulkarni claimed that once Lalu Prasad Yadav offered her Rajya Sabha seat

লালুপ্রসাদের থেকে বিশেষ প্রস্তাব এসেছিল বলে দাবি মমতার। ছবি: সংগৃহীত।

একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে মমতা কুলকার্নিকে ঘিরে। মহাকুম্ভের প্রায় সূচনাতেই তিনি সন্ন্যাস গ্রহণ করেন। কিন্নর আখড়ায় গিয়ে মহামণ্ডলেশ্বর পদ অর্জন করেন। কিন্তু এক সপ্তাহের মধ্যেই সেই পদ থেকে বহিষ্কৃতও হন। এর মধ্যে এক বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন অভিনেত্রী। তাঁর দাবি, রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাবও পেয়েছিলেন এক সময়ে। এমনকি, একটা সময়ে রাজ্যসভার আসন পাওয়ারও সুযোগ এসেছিল তাঁর কাছে।

Advertisement

মমতার দাবি, একসময়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব তাঁকে রাজ্যসভার আসনের প্রস্তাবও দেন। সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে এসে এমনই দাবি জানিয়েছেন অভিনেত্রী। অতীত খুঁড়ে মমতা জানান, সেই সময়ে তিনি গোয়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। তখন তাঁর সহকারী হঠাৎ এসে জানান, অবিলম্বে বিহারের একটি অনুষ্ঠানে যেতে হবে। বিশদ কিছু না জেনেই, সহকারীদের নিয়ে বিহারে যান মমতা কুলকার্নি। গিয়ে বুঝতে পারেন, পরিস্থিতি বেশ গুরুতর।

সেখানেই আরও একটি ভয়াবহ অভিজ্ঞতা জানান তিনি। বিহারে তখন তাঁরা ঢুকে পড়েছেন। রাস্তার মাঝে অল্প সময়ের জন্য গাড়ি দাঁড় করাতে বলেছিলেন মমতা। কিন্তু রাজি হননি চালক। কারণ সেই এলাকা নাকি নকশাল অধ্যুষিত ছিল। হোটেলে পৌঁছেও দেখেছিলেন, সব কিছু কড়া নিরাপত্তায় ঘেরা। ১০০ জন সশস্ত্র রক্ষী দাঁড়িয়ে ছিলেন। কোনওমতে বিহারের অনুষ্ঠান শেষ করেছিলেন মমতা। মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছিলেন তিনি। প্রার্থনা করছিলেন, যেন দ্রুত এই এলাকা থেকে বেরোতে পারেন। এই অনুষ্ঠান শেষ করে মুম্বই শহরে ফেরার ক’দিন পরে লালুপ্রসাদ যাদবের থেকে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব এসেছিল। রাজ্যসভার একটি আসন মমতার জন্য রাখা হচ্ছে, এমনও বলা হয়েছিল। কিন্তু সেই সময়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন, রাজনীতিতে তাঁর কোনও আগ্রহ নেই।

Advertisement
আরও পড়ুন