Saif Ali Khan

সইফকাণ্ডে নয়া মোড়, ২৪ ঘণ্টা টানা তল্লাশির পর মুম্বই পুলিশের জালে সন্দেহভাজন

খবর, সিসিটিভিতে যাঁর মুখ দেখা গিয়েছিল সেই আক্রমণকারীকেই আটক করেছে পুলিশ। প্রশাসনের প্রাথমিক অনুমান, পরিবারের অন্য গৃহকর্মীর সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১১:৩৩
ধরা পড়ল সইফ আলি খানের আক্রমণকারী।

ধরা পড়ল সইফ আলি খানের আক্রমণকারী। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বৃহস্পতিবার লাগাতার চিরুনিতল্লাশি। শুক্রবার ধরা পড়ল সইফ আলি খান পটৌদীকে আক্রমণকারী। খবর, একেই নাকি সইফের বাড়ির সিসিটিভিতে দেখা গিয়েছে। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। ওই সন্দেহভাজন ইতস্তত সেখানে ঘুরছিল বলে জানা গিয়েছিল। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এর পরেই আটক করা হয় তাকে। খবর, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। আরও সন্দেহ, আক্রমণকারী বাড়ির নকশা জানত। সম্ভবত পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য ফায়ার শ্যাফ্‌ট ব্যবহার করেছিল।

পুলিশি গ্রেফতারির কিছু ঝলক ইতিমধ্যেই ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, আটক ব্যক্তিকে বান্দ্রা থানায় নিয়ে আসা হয়েছে। প্রশাসনের আরও অনুমান, পটৌদীর বাড়ি থেকে বেরিয়ে সন্দেহভাজন সম্ভবত পোশাক বদলে নেয়। পুলিশ ইতিমধ্যেই ২০টি দল গঠন করে ঘটনার তদন্তে নেমেছে, প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি, তথ্যদাতাদের দেওয়া তথ্য অনুসরণ করে বাকি অভিযুক্তদের খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে। এর আগে হামলাকারীর খোঁজে পুলিশ ভাসাই এবং নালাসোপাড়াতেও অভিযান চালায় বলে খবর।

Advertisement
আরও পড়ুন