Debolinaa Nandy's Suicide Attempt

সাংসারিক অশান্তির জেরে ‘অসুস্থ’ গায়িকা দেবলীনা! ভর্তি হাসপাতালে, কেমন আছেন? জানালেন বন্ধু সায়ক

ছড়িয়ে পড়েছে গায়িকা দেবলীনা নন্দীর অসুস্থতার খবর। পারিবারিক অশান্তির কথা নিজেই লাইভ ভিডিয়োয় এসে জানিয়েছিলেন তিনি। এখন কেমন আছেন গায়িকা?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৩:৩৬
স্বামী প্রবাহের সঙ্গে সমস্যা, বড় সিদ্ধান্ত দেবলীনার। কী বললেন সায়ক?

স্বামী প্রবাহের সঙ্গে সমস্যা, বড় সিদ্ধান্ত দেবলীনার। কী বললেন সায়ক? ছবি: সংগৃহীত।

তোলপাড় সমাজমাধ্যম। সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দীর অসুস্থতার ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, সাংসারিক বিবাদের জেরে আত্মহত্যার চেষ্টা করেছেন দেবলীনা। ঘটনার খবর পেয়ে, গায়িকার ঘনিষ্ঠ বন্ধু সায়ক চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আনন্দবাজার ডট কম-এর তরফে। অভিনেতা তথা নেটপ্রভাবী সায়ক বলেছেন, “বিপদ কেটেছে।”

Advertisement

রবিবার গভীর রাতে নিজেই সমাজমাধ্যমে একটি ‘লাইভ’ করেছিলেন গায়িকা। মেদিনীপুরের দিকে অনুষ্ঠান করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই সেই ভিডিয়ো, যা দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন গায়িকার অনুরাগীরা। সেখানে শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর সমস্যা, গায়িকার মাকে নিয়ে তাঁর স্বামীর সমস্যা— সবটাই বিশদ জানান গায়িকা। সূত্র বলছে, তার পরে গাড়িতে করে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করানো হয় নিকটবর্তী হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন তিনি।

দেবলীনা কেমন আছেন এখন? সেই প্রসঙ্গে সায়ক বলেছেন, “দেবলীনাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন ওঁর মা-বাবা। তবে এখন কিছুটা সুস্থ আছে।” দেবলীনার একাধিক ভিডিয়োয় স্বামী প্রবাহ নন্দীকে দেখা গিয়েছে। কিন্তু এত দিন ধরে যে তাঁদের সমস্যা চলছে, তা কখনও বোঝা যায়নি।

২০২৫-এর শেষ দিকে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন শ্রীনন্দাশঙ্কর। ঘোষণার সময়ে তিনি জানিয়েছিলেন, সমাজমাধ্যমে যেমনটা দেখা যায়, সেটাকেই বাস্তব মেনে নেওয়া ভুল। দেবলীনার এই ঘটনা প্রকাশ্যে আসার পরে বার বার সেই এক কথাই উঠে আসছে। এই ঘটনার পরে গায়িকার স্বামী প্রবাহ কোনও মন্তব্য করেননি এখনও।

Advertisement
আরও পড়ুন