বিকিনি পরে টলিউড মাতাতেই ফের হাতছানি দিল বলিউড! বিক্রম মোতওয়ানের পর কার ছবিতে মিমি?

মিমির এখন বৃহস্পতি তুঙ্গে! তাঁর ‘বিকিনি লুক’-এ কাঁপছে টলিউড থেকে বলিউড। আবার নাকি প্রথম সারির পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৭:২৭
সুজিত সরকারের পরিচালনায় মিমি চক্রবর্তী?

সুজিত সরকারের পরিচালনায় মিমি চক্রবর্তী? ছবি: ফেসবুক।

ধুলোমুঠি সোনা হচ্ছে তাঁর। পুজোয় ‘রক্তবীজ ২’ ছবিতে ‘সংযুক্তা মিত্র’ হয়ে লাস্য ছড়াবেন, অ্যাকশনও করবেন। আবার এ বছরেই হয়তো শুরু হয়ে যাবে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবির শুটিং। বিক্রম মোতওয়ানে পরিচালিত সেই ছবিতে তিনি ‘ডোনা গঙ্গোপাধ্যায়’। চমক আরও আছে। শোনা যাচ্ছে, মিমি নাকি পরিচালক সুজিত সরকারের সঙ্গেও কাজ করতে চলেছেন!

Advertisement

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে মিমির কাজ এই প্রথম নয়। ‘পোস্ত’, ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’, ‘রক্তবীজ’ হয়ে উইন্ডোজ় প্রযোজনা সংস্থার সঙ্গে এটি তাঁর চতুর্থ ছবি। আগের ছবিতে তিনি দাপুটে পুলিশ অফিসার। আসন্ন ছবিতে স্বপ্নদৃশ্যে সেই মিমি বিকিনি পরে উত্তাপও ছড়াবেন! ইতিমধ্যেই সেই ছবি প্রকাশ্যে। বাংলা বিনোদনদুনিয়া থেকে বলিউড—সর্বত্র তাঁরই প্রশংসা। অনেকে ‘ওয়ার ২’ ছবিতে কিয়ারা আডবাণীর ‘বিকিনি লুক’-এর সঙ্গেও তুলনা টেনেছেন!

মিমির এই সাহস দেখেই কি বলিউড নতুন করে তাঁর প্রতি আগ্রহী? নায়িকার মুখে কুলুপ। তবে টলিউডের অন্দরের খবর, মিমি প্রথম সারির এক গয়নাপ্রস্তুতকারী সংস্থার মুখ। পুজোর জন্য সেই সংস্থা একটি বিজ্ঞাপনী ছবি বানাতে চলেছে। সেই ছবি পরিচালনা করবেন ‘পিঙ্ক’ ছবির কাহিনিকার সুজিত সরকার।

Advertisement
আরও পড়ুন