Shahid-Mira

রাতারাতি তারকা মীরা রাজপুত! শাহিদকে বিয়ে করার জন্য কোন বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি?

শাহিদ কপূরকে বিয়ে করার পর এক রাতেই আলোচিত নাম হয়ে ওঠেন মীরা রাজপুত। বিয়ে ঠিক হওয়ার পর কী সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৫:১০
কী সিদ্ধান্ত নিয়েছিলেন মীরা?

কী সিদ্ধান্ত নিয়েছিলেন মীরা? ছবি: সংগৃহীত।

২০১৬-এর জুলাই মাসে মীরা রাজপুতকে বিয়ে করেন অভিনেতা শাহিদ কপূর। দিল্লির মেয়ে মীরা। বিয়ের আগে পর্যন্ত বলিউডের সঙ্গে কোনও যোগাযোগই ছিল না তাঁর। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই লাইমলাইটে তিনি। বর্তমানে নিজের একটি প্রসাধনী সংস্থাও তৈরি করেছেন মীরা। তাঁদের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। যে দিন থেকে বিয়ের কথা ঘোষণা করেন শাহিদ, তখন থেকেই সকলের উৎসুক মন। কী করেন মীরা? কোন পরিবারের মেয়ে তিনি? কত দূর পড়াশোনা করেছেন? তিনি আদৌ কোনও চাকরি করেছেন কি না?

Advertisement

সকলের মনে একগুচ্ছ প্রশ্ন তৈরি হয়েছিল। কিন্তু সে সময় পুরোপুরি মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। তবে এখন পরিস্থিতি বদলেছে। এখন বলিউডেরই অংশ মীরা। বিয়ের আগে ঠিক কী অবস্থা হয়েছিল মীরার? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গল্পই শোনালেন তিনি।

২০ বছর বয়সে বিয়ে করা একটা বড় ব্যাপার ছিল তাঁর কাছে। শাহিদের সঙ্গে বিয়ের ঠিক হওয়ার পরেই তাই বড় সিদ্ধান্ত নেন তিনি। মীরা বলেন, “যে দিন শাহিদের সঙ্গে আমার বিয়ের ঠিক হয়, সেই মুহূর্তে ফেসবুকের প্রোফাইল নিষ্ক্রিয় করে দিয়েছিলাম। তার পর দেখি একসঙ্গে প্রায় ৩ হাজার ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ এসে জমা হয়েছে।” সে সময় প্রত্যেকের নজর ছিল তাঁর উপরেই। মীরা জানান, অনেকেই ভাবতেন যে, তিনি স্বপ্নের দুনিয়ায় বাস করছেন। জীবনটা রূপকথার গল্পের মতো হয়ে গিয়েছে। কিন্তু তিনি সেসময় খুবই একা হয়ে গিয়েছিলেন। মীরা বলেন, “প্রথমে ভয় পেয়েছিলাম, কেউ যদি আমার প্রোফাইল হ্যাক করে দেয়!” সে সময় নিজের বন্ধুদের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন মীরা। মুম্বই শহরে নিজেকে মানিয়ে নিতেও অসুবিধা হয়েছিল। তবে এখন গোটা পরিস্থিতিই বদলে গিয়েছে। দুই ছেলে-মেয়ে আর স্বামীকে নিয়ে মীরা পরিপূর্ণ।

Advertisement
আরও পড়ুন