Palak Tiwari

‘সারা রাত…’ পলকের জেদের জন্য প্রাক্তন প্রেমিকের কী অবস্থা হয়েছিল?

আসছে নতুন ছবি ‘দ্য ভূতনী’। যে ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত, মৌনী রায়কে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পলক তিওয়ারিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৪:১১
Actress Palak Tiwari shares one horrible incident with her ex boyfriend

পলকের জেদে নাজেহাল প্রাক্তন প্রেমিক? ছবি: সংগৃহীত।

হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। বিভিন্ন কারণে, বহু বার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তাঁর নাম। তেমনই অভিনেত্রীর মেয়ে পলক তিওয়ারির জীবন নিয়েও দর্শকমনে কৌতূহলের শেষ নেই। তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ কত? তিনি কার সঙ্গে প্রেম করছেন? সব কিছু নিয়েই প্রত্যেকের মনে নানা প্রশ্ন। সইফ আলি খানের বড় ছেলে অভিনেতা ইব্রাহিম আলি খানের সঙ্গে পলকের প্রেম নিয়ে এমনিই চর্চার শেষ নেই। যদিও এখনও পর্যন্ত নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তাঁরা। তবে কোনও ছবির বিশেষ প্রদর্শনী হোক কিংবা, বন্ধুদের সঙ্গে নৈশভোজ, সর্বত্র হাতে হাত রেখে ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা। তবে ইব্রাহিমই কি পলকের জীবনের প্রথম পুরুষ? তেমনটা যে না, তা বোঝা গিয়েছে পলকের নতুন সাক্ষাৎকারে। সেখানেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে ঝগড়ার কথা ভাগ করে নেন অভিনেত্রী।

Advertisement

পলকের জেদের জন্য কী ভোগান্তি হয়েছিল তাঁর প্রাক্তনের, সে কথাই বলেন তিনি। নিজের বক্তব্য শেষ করতে না পারলে তিনি শান্তি পান না। এমনই এক দিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় প্রেমিকের সঙ্গে তুলকালাম অশান্তি শুরু হয়। কিন্তু পলকের কথা না শুনেই তিনি বাস ধরতে হবে বলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পলকের মেজাজ কি আর তার তোয়াক্কা করে! অভিনেত্রী বলেন, “সঙ্গে সঙ্গে পিছন থেকে ব্যাগ টেনে ধরি। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত ও কোথাও যেতে পারবে না। এতটাই রেগে ছিলাম তাই আর কিছু শোনার অবস্থায় ছিলাম না। এই ঝগড়ার জন্য ও আর বাস পায়নি। সারা রাত স্কুলেই কাটাতে হয়েছিল সেই দিন।” অভিনেত্রীর গল্প শুনে মাথায় হাত সকলের। এই মুহূর্তে নিজের আগামী ছবির প্রচারে ব্যস্ত পলক। ‘দ্য ভূতনী’ ছবিতে মৌনী রায়, সানি সিংহ, সঞ্জয় দত্তের সঙ্গে দেখা যাবে পলককেও।

Advertisement
আরও পড়ুন