Aryan Khan

ক্যামেরার সামনে কিছুতেই হাসেন না আরিয়ান! গম্ভীর মুখের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ

ছবির সেটে নাকি খুব হাসিখুশি আরিয়ান খান। প্রত্যেক অভিনেতার সঙ্গে মিলেমিশে থাকতে ভালবাসেন। কিন্তু ক্যামেরা সামনে এলেই কেন বদলে যান তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৭:৩৯
Mona Singh revealed that there is a reason behind Aryan Khan’s grumpy face in front of camera

কেন হাসেন না আরিয়ান! ছবি: সংগৃহীত।

তাঁর ওয়েব সিরিজ় রমরমিয়ে চলছে। কিন্তু সাফল্যের পরেও তাঁর মুখে নেই হাসি। ছবিশিকারিদের সামনে এখনও সেই গম্ভীর মুখেই দাঁড়ান আরিয়ান খান। তবে এর নেপথ্যে নাকি রয়েছে বিশেষ কারণ। সেই কারণ প্রকাশ্যে আনলেন ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর অভিনেত্রী মোনা সিংহ।

Advertisement

ছবির সেটে নাকি খুব হাসিখুশি আরিয়ান। প্রত্যেক অভিনেতার সঙ্গে মিলেমিশে থাকতে ভালবাসেন। কিন্তু ক্যামেরা সামনে এলেই কেন বদলে যান তিনি? মোনা এক সাক্ষাৎকারে বলেছেন, “‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর বিশেষ প্রদর্শনে আমরা খুব চেষ্টা করেছিলাম, যাতে ক্যামেরার সামনে একটু হাসে ও। কিন্তু ও সেই দিনও হাসেনি। এটা পুরোপুরি ওর সিদ্ধান্ত। ও নিশ্চয়ই ক্যামেরার সামনে বিশেষ একটি ভাবমূর্তি ধরে রাখতে চায়। তাই ঠিকই আছে।”

কিন্তু শুটিং সেটের অন্দরে ঠিক কেমন শাহরুখ-পুত্র? মোনা বলেছেন, “ও খুবই মিষ্টি। বাচ্চাদের মতোই। ওর মুখে সব সময়ে হাসি থাকে। নানা মজার কথা বলে আর হাসাহাসি করতে থাকে। প্রতিটি বিষয় নিয়ে খুব উচ্ছ্বসিত থাকে। সেটে প্রত্যেক অভিনেতা যাতে স্বচ্ছন্দ বোধ করেন, সে দিকে ও সব সময়ে খেয়াল রাখে। ওর কাজের সেটে সবাই খুব আনন্দে থাকে।”

অভিনেতা হিসাবেও খুব ভাল আরিয়ান, জানান মোনা। প্রত্যেকটি চরিত্রে তিনি নিজে অভিনয় দেখিয়ে দিতেন। পাশাপাশি শাহরুখপুত্রের রসবোধও নাকি খুব ভাল।

উল্লেখ্য, ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ আরিয়ানের প্রথম পরিচালনা। এই সিরিজ়ে মোনা সিংহ ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পহওয়া, লক্ষ্য, রাঘব জুয়াল প্রমুখ।

Advertisement
আরও পড়ুন