Dhanush Mrunal thakur Dating

রজনীকান্তের প্রাক্তন জামাই ধনুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে ম্রুণাল! এ বার মুখ খুললেন অভিনেত্রী

একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে দু’জনকে। যদিও ধনুষের সঙ্গে ম্রুণালের বয়সের ফারাক বিস্তর। সত্যিই কি দুই পুত্রের পিতাকে স্বামী হিসাবে বেছে নিচ্ছেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১১:১৭
ধনুষের সঙ্গে ঘর বাঁধার পরিকল্পনা ম্রুণালের!

ধনুষের সঙ্গে ঘর বাঁধার পরিকল্পনা ম্রুণালের! ছবি: সংগৃহীত।

দক্ষিণী চলচ্চিত্র জগতের মেগাতারকা রজনীকান্তের মেয়ের সঙ্গে ধনুষের বিবাহবিচ্ছেদ হয়েছে মাস কয়েক হল। এর মধ্যেই প্রেমের ছোঁয়া অভিনেতার জীবনে! ‘সীতারমন’খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গেই নাকি প্রেম করছেন তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো ঘিরে এই নতুন গুঞ্জন তৈরি হয়েছে— ধনুষের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ম্রুণাল, কথাবার্তার মধ্যে অলক্ষ্যেই বার বার তাঁর হাত ধরছেন ধনুষ।

Advertisement

সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে দু’জনকে। যদিও ধনুষের সঙ্গে ম্রুণালের বয়সের ফারাক বিস্তর। সত্যিই কি দুই পুত্রের পিতাকে স্বামী বেছে নিচ্ছেন অভিনেত্রী?

গত ১ অগস্ট ছিল ম্রুনালের জন্মদিন। অভিনেত্রীর ডাকে তারকাখচিত উদ্‌যাপনে যোগ দেন ধনুষ। তর পর থেকেই জল্পনা উস্কে উঠেছে। জন্মদিন উদ্‌যাপনের একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দু’জনকেই দেখা গিয়েছে মুগ্ধতায় ডুবে যেতে দেখা গিয়েছে।

ম্রুণাল অবশ্য জানিয়েছেন, বিনোদন জগতের এই গুঞ্জন নিয়ে তিনি ওয়াকিবহাল। তবে এমন কোনও প্রেমের সম্পর্ক নেই তাঁদের মধ্যে। ম্রুণালের কথায়, ‘‘ধনুষ আমার খুবই ভাল বন্ধু। বন্ধুত্ব ছাড়া প্রেমের সম্পর্ক নেই।’’ মুখে যতই বলুন, সম্প্রতি অভিনেতার দুই দিদিকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন অভিনেত্রী। তাই অনেকেরই সন্দেহ হয়তো এখনই কিছু প্রকাশ্যে আনতে চাইছেন না। ২০২২-এ স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের থেকে আলাদা থাকতে শুরু করেন ধনুষ। মাস কয়েক আগে আইনি বিচ্ছেদও হয়ে গিয়েছে তাঁদের। দীর্ঘ ১৮ বছর তাঁরা বিবাহিত ছিলেন।

Advertisement
আরও পড়ুন