Dharmendra Death

আধঘণ্টা অপেক্ষা করলেন হাসপাতালে, কেন ধর্মেন্দ্রকে শেষ বারের মতো দেখতে দেওয়া হল না মুমতাজ়কে?

২০২১ সালে ধর্মেন্দ্রের বাড়িতে তাঁর সঙ্গে শেষ বারের মতো দেখা হয় মুমতাজ়ের। যদিও হাসপাতালে অভিনেতাকে দেখতে গেলে শেষ বার চোখের দেখা দেখতে পেলেন না অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২০:০৫
Mumtaz Revealed She waited for 30 minutes but she was not allowed to meet Dharmendra

কেন হাসপাতালে ধর্মেন্দ্রের সঙ্গে দেখা করতে পারলেন না মুমতাজ়? ছবি: সংগৃহীত।

মুমতাজ় ও ধর্মেন্দ্র জুটি একসময় বলিউডে একের পর এক হিট্ দিয়েছে। প্রজন্মের পর প্রজন্ম তাঁদের রসায়নে বুঁদ। ধর্মেন্দ্রর অসুস্থতার খবর পেয়ে তাই হাসপাতালে অভিনেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর একসময়ের নায়িকা। প্রায় ৩০ মিনিট বাইরে বসে থেকেও ধর্মেন্দ্রকে শেষ বারের মতো দেখতে পেলেন না মুমতাজ়।

Advertisement

২০২১ সালে ধর্মেন্দ্রের সঙ্গে তাঁর বাড়িতে শেষ বারের মতো দেখা হয় অভিনেত্রীর। মুমতাজ়ের এখনও মনে রয়েছে সেই সাক্ষাৎ। অভিনেত্রী বলেন, ‘‘কী সুন্দর ছিল সে দিনটা।’’ একই সঙ্গে আক্ষেপের সুরে বলেন, ‘‘আমি ৩০ মিনিট অপেক্ষা করলাম। তখন উনি ভেন্টিলেশনে ছিলেন। আমাকে বাইরে বসতে বলা হল। তার পরেও একটা বারের জন্য দেখা করার অনুমতি দিল না।’’

বৃহস্পতিবার অভিনেতার স্মরণসভার আয়োজন করা হয় মুম্বইয়ে। সেখানে তারকাদের ভিড়ে দেখা মেলেলনি মুমতাজ়ের। এমনকি, অভিনেতার অন্ত্যোষ্টিক্রিয়ায় বলিউডের একাধিক তারকার দেখা মিললেও মমুতাজ়কে দেখা যায়নি। তবে অভিনেত্রী মুমতাজ বলেন, ‘‘আমি বুঝতে পারছি, হেমা কোন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সারা জীবন একটা পুরুষ মানুষের প্রতি ভালবাসা ছিল হেমার।’’

Advertisement
আরও পড়ুন