—প্রতিনিধিত্বমূলক চিত্র।
৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। আবার জাপানের উত্তর-পূর্বাংশ প্রদেশ (যা সে দেশে প্রিফেক্টর নামে পরিচিত) আইওয়েটের একটা বড় অংশে কম্পন অনুভূত হল। সোমবার রাত ১১টা ১৫ মিনিটে (জাপানের স্থানীয় সময় অনুযায়ী) আইওয়েট প্রদেশ বরাবর প্রশান্ত মহাসাগর উপকূলে কম্পনটি হয়।
ভূমিকম্পের কারণে সুনামির আশঙ্কাও করা হচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) সুনামির সতর্কতা জারি করে জানিয়েছে, সমুদ্রের ঢেউ তিন মিটার পর্যন্ত উঠতে পারে। হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে সুনামি সতর্কতার কথা বলা হয়েছে। আপাতত উপকূলীয় এলাকায় না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের।
গত মাসেই জাপানের ওই অংশ কেঁপে ওঠে জোরালো ভূমিকম্পে। আইওয়েট প্রদেশ থেকে ৭০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে সুনামি লক্ষ করা যায়। চলতি বছরের জুলাইয়েও একই ভাবে কেঁপে উঠেছিল জাপানের একাংশ। জানুয়ারিতে মিয়াজাকির কিউসু দ্বীপে ৬.৯ মাত্রার ভূমিকম্প লক্ষ করা গিয়েছিল। সেই সঙ্গে ছিল সুনামির সতর্কতাও।
জাপান এমনিতেই বিশ্বের অন্যতম ভূকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরের অগ্নিবলয় বা ‘রিং অফ ফায়ার’-এর উপর অবস্থান করায় বছরে প্রায় ১৫০০টি বড়-ছোট ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান এবং সংলগ্ন এলাকা। মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার জনের।