দিনের পর দিন পাথর খাদানের সিলিকার গুঁড়ো মেশা হাওয়ায় শ্বাস নিতে নিতে পাথুরে ধুলো ফুসফুসে পাকাপাকি থাবা বসায়। অক্সিজেন ঢুকতে বাধা দেয়। সিলিকোসিস এমনই একটা রোগ, যা সারে না। রাজস্থানে ১৭ হাজারেরও বেশি পাথর খাদান। প্রায় ২৫ লক্ষ মানুষ কাজ করেন পাথর খাদানে। সরকারি রিপোর্ট অনুযায়ী, রাজস্থানে নথিভুক্ত সিলিকোসিস কেসের সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৫১৭।