Silicosis

নিঃশ্বাসে বিষ, ফুসফুসে মারণ রোগ, রাজস্থানের গ্রামে গ্রামে জীবিকার কারণে বিপন্ন জীবন

পাথর খাদানই জীবিকা। রাজস্থানের ব্যাওয়রের ঘরে ঘরে সিলিকোসিস রোগ

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৯
Advertisement

দিনের পর দিন পাথর খাদানের সিলিকার গুঁড়ো মেশা হাওয়ায় শ্বাস নিতে নিতে পাথুরে ধুলো ফুসফুসে পাকাপাকি থাবা বসায়। অক্সিজেন ঢুকতে বাধা দেয়। সিলিকোসিস এমনই একটা রোগ, যা সারে না। রাজস্থানে ১৭ হাজারেরও বেশি পাথর খাদান। প্রায় ২৫ লক্ষ মানুষ কাজ করেন পাথর খাদানে। সরকারি রিপোর্ট অনুযায়ী, রাজস্থানে নথিভুক্ত সিলিকোসিস কেসের সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৫১৭।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement