Ranveer Singh

সাফল্যের চূড়ায় রণবীর! ছাত্রের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ শিক্ষাগুরু নওয়াজ়, অভিনেতাকে নিয়ে কী মূল্যায়ন তাঁর?

সদ্য মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবিতে হামজ়ার চরিত্রে প্রশংসিত হয়েছেন অভিনেতা। তবে এখনকার পরিণত এই অভিনেতার নাকি শিক্ষাগুরু ছিলেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:০২
Nawazuddin Siddiqui Trained Ranveer Singh for his acting debut

নওয়াজ়ের কাছে অভিনয় শিখেছেন রণবীর? ছবি: সংগৃহীত।

২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ রণবীর সিংহের। তার প্রায় ১৫ বছর পেরিয়ে গিয়েছে। নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন তিনি। নায়ক থেকে খলনায়ক কিংবা কৌতুকাভিনেতা, সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন। সদ্য মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবিতে হামজ়ার চরিত্রে প্রশংসিত হয়েছেন। তবে এখনকার এই পরিণত অভিনেতার নাকি শিক্ষাগুরু ছিলেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি।

Advertisement

২০১০ সাল পর্যন্ত নওয়াজ়উদ্দিন বলিউড বেশ কিছু ছবি করে ফেলেছেন। এ ছাড়াও তিনি ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’র প্রাক্তনী। ‘কহানি’-এর মতো বড় ছবি পাওয়ার আগে অসংখ্য হিন্দি ছবিতে কাজ করে ফেলেছেন। রণবীরের প্রথম ছবির জন্য তাঁকে প্রস্তুত করার দায়িত্ব ছিল নওয়াজ়ের কাঁধে। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার যেতেন রণবীর। যদিও এর পুরো কৃতিত্ব নিজে নিতে নারাজ নওয়াজ়। বরং তিনি জানান, রণবীরের মধ্যে প্রথম থেকেই অভিনেতা হওয়ার সমস্ত গুণ ছিল, যাকে শুধু সঠিক দিশা দেখাতে হয়েছে।

নওয়াজ়ের কথায়, “‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে বিট্টু চরিত্রের জন্য আমি রণবীরকে কিছু দিন প্রশিক্ষণ দিয়েছিলাম। এক অর্থে আমিও তাঁদের কর্মশালার অংশ হয়ে উঠেছিলাম। আমি আসলে সেই সময় সকলকে বলতাম, যাঁরা অভিনেতা হতে চায় এবং সুযোগ পেতে চায়, আমি সকলের জন্য আছি। যদিও কর্মশালায় আসলেই যে অভিনয় শেখা যায়, তা বিশ্বাস করি না। রণবীরের নিজস্ব ক্ষমতা ছিল। আমি কেবল ওঁকে সেই দক্ষতা ব্যবহারের বিভিন্ন উপায় দেখিয়েছি। কিন্তু দিনের শেষে ক্যামেরার সামনে ওই ব্যক্তিকেই সবটা করতে হবে।”

Advertisement
আরও পড়ুন