Ranveer Singh

‘ধুরন্ধর’- এর সাফল্যে মাথা ঘুরে গেল রণবীরের! কোন বড় পদক্ষেপ নিলেন অভিনেতা?

‘ধুরন্ধর’-এ রণবীর সিংহের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। এর মধ্যেই নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৫
রণবীর সিংহ।

রণবীর সিংহ। ছবি: সংগৃহীত।

চলতি বছরে সফলতম ছবির তালিকায় প্রায় শীর্ষে রণবীর সিংহ অভিনীত ছবি ‘ধুরন্ধর’। সমাজমাধ্যম জুড়ে এখন ভাইরাল এই ছবির দৃশ্য থেকে গান। রণবীরের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। এর মধ্যেই নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা। ছেড়ে দিলেন ‘ডন ৩’।

Advertisement

বছর দুয়েক আগে ঘোষণা করা হয় ‘ডন ৩’ ছবির। যে চরিত্রে অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান অভিনয় করেছেন, সেই জুতোতে পা গলাবেন রণবীর। আপত্তি তোলেন অনেকেই। তবে ছবির পরিচালক ফারহান আখতার অনড় ছিলেন নিজের সিদ্ধান্তে। প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন রণবীর, এমনটা শোনা যায়। যদিও এর মধ্যেই মা হন কিয়ারা আডবাণী। সেই কারণে শুটিং খানিক পিছিয়েও যায়। কিন্তু এ বার এই ছবি থেকে সরে দাঁড়ালেন রণবীর নিজেই। শোনা যাচ্ছে, রণবীর বলেছেন, তিনি সিনেমা নির্বাচন নিয়ে সচেতন হয়ে উঠেছেন। একেই খিলজীর চরিত্রে অভিনয় করে দীর্ঘদিন ধরে তাঁকে খেসারত দিতে হয়েছে। এ বার পর পর দুটি গ্যাংস্টার সিনেমায় অভিনয় করতে সায় দিচ্ছে না তাঁর মন।

‘ধুরন্ধর’ মুক্তির পর ‘ডন ৩’-এর শুটিং করবেন রণবীর, এমনটাই নির্ধারিত ছিল। এখন সেই মত বদল করে বছরশেষে দীপিকাকে নিয়ে বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেতা। শোনা যাচ্ছে, এর পর ‘প্রলয়’ নামের একটি ছবিতে কাজ করবেন অভিনেতা। তবে এখন প্রশ্ন, শেষমেশ ডন-এর চরিত্রে দেখা যাবে কাকে?

Advertisement
আরও পড়ুন