পরোটা বানানোর কায়দা-কৌশল। ছবি: সংগৃহীত।
অনেক স্কুলেই শীতে ছুটি পড়ে গিয়েছে। বাড়িতে খুদেরা থাকলেই সকালের জলখাবারে লুচি, পরোটা বানানোর দাবি শীতের দিনের জলখাবারে কড়াইশুটির, মুলো, পালকশাক, মেথিশাক, ফুলকপি দিয়ে পরোটা বানালে আর কী বা চাই! কিন্তু খেতে বসে যদি পরোটা ছিঁড়তে গিয়ে দক্ষযজ্ঞ বাঁধে, তা হলেই ছুটির দিনটি একেবারে মাটি। অনেক সময় পরোটা খুব শক্ত হয়ে যায়। তবে সাধারণ কিছু টোটকা জানা থাকলেই পরোটা হবে নরম তুলতুলে।
১) রান্নার স্বাদের ভালমন্দ অনেকটাই নির্ভর করে উপকরণের উপরে। বাঙালি বাড়িতে পরোটা তৈরিতে ময়দা ব্যবহারের প্রচলন খুব বেশি। তবে পরোটা দীর্ঘ ক্ষণ নরম রাখতে গেলে ময়দা নয়, আটা দিয়েই পরোটা বানান। মাখার সময়ে তাতে দিন এক চামচ ঘি আর এক চিমটি নুন। পরিমাণ মতো ঈষদুষ্ণ জল দিন। এমন ভাবে মাখুন যাতে আটার ডেলা বেশি শক্ত বা বেশি নরম না হয়।
২) পরোটা নরম করার আর একটি উপায় হল দইয়ের ব্যবহার। তবে দই যেন ঘরের উষ্ণতায় থাকে। পরোটা তৈরি করার পর যদি অনেক ক্ষণ রেখে দেওয়ার পরিকল্পনা থাকে তবে এই টোটকা দারুন কার্যকর। দুধ দিয়ে মাখা আটার পরোটা দ্বিতীয় বার গরম করলে সহজেই ফের নরম হয়ে যায়।
৩) পরোটা হবে রুটির থেকে অল্প মোটা। রুটির মতো পাতলা করে বেলে ফেললেই মুশকিল। রান্নার পর শক্ত হয়ে যাবে পরোটা। লেচি বানানোর সময়ে এই বিষয়টি খেয়াল রাখুন। বেলার সময়ে আর একটি কাজ করতে হবে। পরোটার প্রতি ভাঁজে সামান্য ঘি দিয়ে বেলুন।