India Women vs Sri Lanka Women

শেফালির ব্যাটিংয়ে দিশেহারা শ্রীলঙ্কা, দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সহজ জয় হরমনপ্রীতদের

শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন হরমনপ্রীত কৌরেরা। শেফালি বর্মার আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে দ্বিতীয় ম্যাচে সহজ হয় পেল ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:০৪
picture of cricket

শেফালি বর্মা। ছবি: এক্স।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও সহজ জয় পেলেন হরমনপ্রীত কৌরেরা। মঙ্গলবার বিশাখাপত্তনমে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৯ উইকেটে ১২৮ রান। জবাবে ১১.৫ ওভারে ভারত ৩ উইকেটে ১২৯। শেফালি বর্মা করলেন ৩৪ বলে ৬৯। পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

Advertisement

বড় রান পেলেন না স্মৃতি মন্ধানা (১৪), হরমনপ্রীতেরা (১০)। তবু শ্রীলঙ্কাকে সহজে দ্বিতীয় ম্যাচে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ় জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন এক দিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নেরা। ভারতের জয় সহজ করে দিলেন ওপেনার শেফালি। ১১টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেললেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে সামনে শ্রীলঙ্কার বোলারদের আগাগোড়াই দিশাহারা দেখিয়েছে। তাঁকে কিছুটা সঙ্গ দিলেন এ দিনই দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব পাওয়া জেমাইমা রদ্রিগেজ। তিনি তিন নম্বরে নেমে করলেন ১৫ বলে ২৬। মারলেন ৪টি চার এবং ১টি ছক্কা। শেষ পর্যন্ত শেফালির সঙ্গে ২২ গজে ছিলেন রিচা ঘোষ। বাংলার উইকেটরক্ষক-ব্যাটার ১ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার সফলতম বোলার কাবিশা দিলহারি ১৫ রানে ১ উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে চামারি আতাপাত্তুদের প্রথমে ব্যাট করতে পাঠান হরমনপ্রীত। কিন্তু প্রথম থেকেই ধারাবাহিক ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। বড় রানের জুটি তৈরি করতে পারেননি সফরকারীরা। ইনিংস শুরু করতে নেমে আতাপাত্তু করেন ২৪ বলে ৩১। ৩টি চার এবং ২টি ছয় মারেন। তাঁকে কিছুটা সাহায্য করেন তিন নম্বরে নামা হাসিনি পেরেরা এবং চার নম্বরে নামা হর্ষিতা সমরবিক্রমা। হাসিনি ২২ রান করলেও খেলেন ২৮ বল। হর্ষিতা করেন ৩২ বলে ৩৩। ৪টি চার মারেন তিনি। শ্রীলঙ্কার আর কোনও ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি।

ভারতের সফলতম বোলার শ্রী চরণী ২৩ রানে ২ উইকেট নিয়েছেন। ৩২ রানে ২ উইকেট বৈষ্ণবী শর্মার। শ্রীলঙ্কার রান তোলার গতি আটকে দেন অবশ্য স্নেহ রানা। তিনি ৪ ওভার বল করে ১১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। এ ছাড়া ২১ রানে ১ উইকেট ক্রান্তি গৌড়ের।

Advertisement
আরও পড়ুন