Net Worth Of Namrata Shirodkar

অভিনয় ছেড়ে ব্যবসায় মন দেন! দক্ষিণী তারকা মহেশবাবুর স্ত্রী নম্রতা শিরোদকরের সম্পত্তির পরিমাণ কত?

অভিনয়জগৎ ছেড়ে দিলেও তিনি আজও বার বার খবরে উঠে আসেন। তার অন্যতম কারণ মহেশবাবু।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১০:০০
একাধিক বিষয়ের ব্যবসা সামলান মহেশবাবুর স্ত্রী নম্রতা।

একাধিক বিষয়ের ব্যবসা সামলান মহেশবাবুর স্ত্রী নম্রতা। ছবি: সংগৃহীত।

মডেলিং থেকে শুরু করেছিলেন কর্মজীবন। তার পরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু বর্তমানে তাঁর পরিচয়, তিনি দক্ষিণী তারকা মহেশবাবুর স্ত্রী। কথা হচ্ছে ৯০-এর দশকের অভিনেত্রী নম্রতা শিরোদকরের। ২২ জানুয়ারি তাঁর ৫৪ বছরের জন্মদিন।

Advertisement

অভিনয়জগৎ ছেড়ে দিলেও তিনি আজও বার বার খবরে উঠে আসেন। তার অন্যতম কারণ মহেশবাবু। তিনি বর্তমানে দক্ষিণী তারকা এসএস রাজামৌলীর ছবি ‘বারাণসী’ নিয়ে ব্যস্ত। সেখানে বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তিনি। তিন বছর ধরে তৈরি হচ্ছে এই ছবি। প্রতি বছরের জন্য ৫০ কোটি টাকা নিচ্ছেন তিনি। তাই অর্ধাঙ্গিনী নম্রতাও সম্পত্তির দিক থেকে সমৃদ্ধ।

১৯৯৮ সালে নম্রতার প্রথম তিনটি ছবি ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘মেরে দো অনমোল রতন’ ও ‘হিরো হিন্দুস্থানি’ মুক্তি পেয়েছিল। এর পরে দক্ষিণের ছবিতে অভিনয় করেন তিনি। অভিনেত্রীর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘হেরা ফেরি’, ‘দিল বিল পেয়ার বেয়ার’, ‘এলওসি: কার্গিল’। ইংরেজি ছবি ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এও অভিনয় করেছিলেন তিনি। ২০২২ সালে তেলুগু ছবি ‘মেজর’-এ অভিনয় করেন।

২০০৫ সালে ১০ ফেব্রুয়ারি মহেশবাবুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নম্রতা। তাঁদের সম্পর্ক বরাবরই অনুরাগীদের অনুপ্রেরণা জুগিয়েছে। বিনোদনজগতে তাঁরা ‘পাওয়ার কাপল’ বলেই পরিচিত। অভিনয় থেকে সরে যাওয়ার পরে ব্যবসায় মন দেন নম্রতা। বহুতল সংক্রান্ত ও হোটেল-রেস্তরাঁর ব্যবসায় নম্রতা ও মহেশবাবু দু’জনেরই ভূমিকা রয়েছে। নম্রতার একার সম্পত্তির পরিমাণ ৫০ কোটি বলে জানা যায়। অভিনয় থেকে সঞ্চয় করা অর্থ এবং ব্যবসার লভ্যাংশ নিয়ে তাঁর এই সম্পত্তি।

অন্য দিকে, মহেশবাবুর সম্পত্তি ৩৫০ কোটি টাকার। অর্থাৎ দু’জনের মোট ৪০০ কোটি টাকার সম্পত্তি বলেই জানা যায়।

Advertisement
আরও পড়ুন