Tollywood Gossip

বাতাসে গুঞ্জন! নায়ক-নায়িকার প্রেমের মাঝে ‘প্রাচীর’ মা-বাবা, পুরনো ভুলে তাই কি নতুনকে আপন করার ইঙ্গিত?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৫:৪৯
পুরনো প্রেমিকাকে ভুলে তবে কি নতুনকেই আপন করবেন নায়ক?

পুরনো প্রেমিকাকে ভুলে তবে কি নতুনকেই আপন করবেন নায়ক? —প্রতীকী ছবি।

নায়ক-নায়িকার সম্পর্ক নাকি ঠেকেছে তলানিতে। ইন্ডাস্ট্রির অন্দরে এই ফিসফাস বহু দিনের। আর এই সুযোগে নাকি জাঁকিয়ে বসতে চাইছেন আর এক সুন্দরী। এই পর্যন্ত প্রায় অনেকেরই জানা। কিন্তু ঘনিষ্ঠ সূত্রের আলোচনা, অভিনেতার মা-বাবাও নাকি তাঁর ‘পুরনো’কে নিয়ে এখন বেঁকে বসেছেন। তাঁরাও নাকি চান ‘পরিবর্তন’। এ ব্যাপারে নিজেদের পছন্দের কথা নাকি সাফ জানিয়ে দিয়েছেন ছেলেকে।

Advertisement

এত দিন টলি নায়কের জীবনে নতুন প্রেম নিয়ে চর্চা হয়েছে বিপুল। এখন শোনা যাচ্ছে, অভিনেতার মা-বাবারও বেশ বন্ধুত্ব জমেছে নতুন নায়িকার পরিবারের সঙ্গে। একসঙ্গে নাকি ‘খানাপিনা’ও করতে দেখা গিয়েছে অনেক বার। সূত্র বলছে, নতুন নায়িকার সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক গড়ে উঠেছে। সখ্য জমে উঠছে। অন্য দিকে, পুরনো নায়িকা সব দেখেশুনেও একেবারেই চুপচাপ। তিনি নিজের কাজে মন দিয়েছেন। সমাজমাধ্যমে আগের চেয়ে অনেকটাই কম সক্রিয়।

প্রেমিকের সিনেমা দেখার পর প্রকাশ্যে আবেগপ্রবণ হয়ে পড়ার রেকর্ড আছে পুরনো নায়িকার। সেই চিত্রও দেখা যায়নি এই পুজোয়। তিনি নাকি শহরেই ছিলেন না। ইন্ডাস্ট্রির একাংশের প্রশ্ন, তা হলে কি শীঘ্রই নায়কের জীবনে ‘পরিবর্তন’ আসতে চলেছে?

কিছুদিনের মধ্যেই আসছে পুরনো নায়িকার নতুন ছবি। তখন তাঁর মানভঞ্জনের জন্য সেই ছবির প্রচারে কি নায়ককে দেখা যাবে? নাকি তিনিও প্রেমিকার দেখানো পথেই হেঁটে নির্লিপ্ত থেকে যাবেন? প্রশ্ন ঘুরছে টলিউডের বাতাসে।

Advertisement
আরও পড়ুন