KIFF 2025

কলকাতা চলচ্চিত্র উৎসবে জায়গা পেল না কোনও বাংলাদেশি ছবি, নেপথ্যে কি রাজনৈতিক অস্থিরতা?

নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু এই বছরও দেখানো হবে না কোনও বাংলাদেশি ছবি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২১:১০
চলতি বছরের কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে কোনও বাংলাদেশের ছবি।

চলতি বছরের কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে কোনও বাংলাদেশের ছবি। নিজস্ব চিত্র।

৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তিন দিন আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয় এই বছর কোন কোন দেশের কতগুলি ছবি দেখানো হবে। সেখানে নেই বাংলাদেশের কোনও ছবির উল্লেখ। অর্থাৎ এই নিয়ে পর পর দু’বছর চলচ্চিত্র উৎসব থেকে বাদ বাংলাদেশি ছবি।

Advertisement

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময়সূচি অনুযায়ী ভারত, গুয়াতেমালা, ফিলিস্তিন, তুরস্ক, সার্বিয়া, মিশর, ইরাক, পোল্যান্ড এবং জার্মানি-সহ ৩৯টি দেশের ২১৫টি ছবি বিভিন্ন বিভাগে প্রদর্শন করা হবে। মনে করা হচ্ছে এই তালিকায় বাংলাদেশের নাম না থাকার নেপথ্যে রয়েছে রাজনৈতিক অস্থিরতা।

২০২৪ সাল থেকে পড়শি দেশে শুরু হয় রাজনৈতিক টানাপড়েন। পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হয়। তার প্রভাব পড়ে দুই দেশের সম্পর্কে। এই পরিস্থিতির কারণেই কি এই বারের চলচ্চিত্র উৎসবে জায়গা পেল না কোনও বাংলাদেশি ছবি? উঠছে প্রশ্ন।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য পিটিআই-কে বলেন, “আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে শুধুমাত্র একটি ছবি জমা দেওয়া হয়েছিল। তানভীর চৌধুরীর 'কাফ্ফারাহ'। কিন্তু দুঃখের বিষয় এটি আমাদের কাঙ্ক্ষিত মানদণ্ড পূরণ করতে পারেনি। ফলে চলচ্চিত্র উৎসবে এই ছবিটি জায়গা পায়নি। আমাদের জন্য এই সিদ্ধান্ত সহজ ছিল না।”

২০২২ সালে, মুহাম্মদ কায়ুমের 'কুড়া পক্ষীর শূন্যে উড়া' ছবিটি আন্তর্জাতিক বিভাগে সেরা ছবি হিসাবে 'গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড' পেয়েছিল। তার পর কায়ুম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের পথ আরও প্রশস্ত করার জন্য উৎসাহ জুগিয়েছিলেন। তিনি আশা করেছিলেন যে পরবর্তীকালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও বেশি করে বাংলাদেশি ছবি প্রদর্শিত হবে।

Advertisement
আরও পড়ুন