Vikrant Massey on Sheetal Thakur Becoming Mother

স্ত্রীকে ৩০ ঘণ্টা প্রসববেদনায় দেখেছেন, ‘পুরুষদের কোনও অভিজ্ঞতার সঙ্গে তুলনা চলে না’, মত বিক্রান্তের

অন্তঃসত্ত্বা অবস্থায় শীতলের মানসিক অবস্থার বদল দেখেছেন, জানালেন অভিনেতা। যে কোনও মা-কে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না, মত অভিনেতার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৬:০৪
২০২৪ সালে পুত্রসন্তান আসে শীতল-বিক্রান্তের কোলে। ছবি: সংগৃহীত।

২০২৪ সালে পুত্রসন্তান আসে শীতল-বিক্রান্তের কোলে। ছবি: সংগৃহীত।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে অভিনেতা বিক্রান্ত ম্যাসি ও শীতল ঠাকুরের কোলে আসে সন্তান। ওই বছরের শেষেই অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার কথাও ঘোষণা করেন বিক্রান্ত। বাবা হওয়ার পরে কতটা বদলেছে তাঁর জীবন? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, স্ত্রীকে টানা ৩০ ঘণ্টা প্রসববেদনায় দেখে মাতৃত্ব প্রসঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে।

Advertisement

অন্তঃসত্ত্বা অবস্থায় শীতলের মানসিক অবস্থার বদল দেখেছেন, জানালেন অভিনেতা। তাঁর কথায়, “আমি শীতলকে ১০ বছরের বেশি সময় ধরে চিনি। অল্পবয়সি মেয়ে থেকে তাঁর পেট প্রতি দিন বাড়তে দেখা… ৩০ ঘণ্টা প্রসববেদনা সহ্য করেছে শীতল। মহিলাদের অনেক কিছু সহ্য করতে হয়।” তাঁর মতে, মায়েদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তার সঙ্গে পুরুষদের কোনও অভিজ্ঞতারই তুলনা হতে পারে না। তাঁদের সন্তানের নাম বরদান। এই নাম রেখেছেন শীতলই, জানান বিক্রান্ত।

বিয়ে প্রসঙ্গেও নিজের মত প্রকাশ করেন বিক্রান্ত। তাঁর মতে, বৈবাহিক সম্পর্ক টিকে থাকে দু’পক্ষের লাগাতার চেষ্টা ও পারস্পরিক বোঝাপড়ায়। অল্প বয়সে নাকি কোনও সম্পর্কে জড়াতে ভয় পেতেন বিক্রান্ত। কিন্তু, একটা সুন্দর পরিবারের স্বপ্ন দেখতেন চিরকাল। শীতলের সঙ্গে আলাপের পরে সেই ভয় কেটেছে অভিনেতার। মুম্বইয়ে তাঁর শুরুর দিকের কঠিন দিনগুলিতে শক্ত করে হাত ধরেছিলেন শীতলই। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে তাঁরা আইনি সিলমোহর দেন ২০২২ সালে।

Advertisement
আরও পড়ুন