Nusrat Jahan

যশের সঙ্গে সম্পর্কে দূরত্ব, ‘গীতা’র শরণাপন্ন হলেন নুসরত, কোন স্বাধীনতার কথা জানালেন?

এ বার স্বাধীনতা খুঁজছেন নুসরত! যশের সঙ্গে দূরত্ব বাড়তেই কি ‘গীতা’র শরণাপন্ন হলেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৬:২৩
Nusrat Jahan posted From Bhagavad Gita Amid her breakup rumours With yash dasgupta

যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। ছবি: সংগৃহীত।

গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন, নুসরত জাহান ও যশ দাশগুপ্তের সম্পর্কে দূরত্ব বেড়েছে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় থেকে একে অপরকে ‘সরিয়ে’ দিয়েছেন। তার পরেই নিজের প্রথম পক্ষের ছেলেকে নিয়ে বিদেশে সমুদ্র সৈকতে বেড়াতে চলে যান অভিনেতা। অন্য দিকে, ছেলে ঈশানকে নিয়ে দার্জিলিংয়ে নুসরত, সঙ্গে বাবা-মা বোনও রয়েছেন। সম্প্রতি ‘আড়ি’ ছবির জন্য চুটিয়ে প্রচারপর্ব চালিয়েছেন। স্বামী-স্ত্রী হিসেবে নানা টিপস্ও দিয়েছেন। এত কিছুর পরে তাঁদের সম্পর্কে নাকি চিড়। এ বার স্বাধীনতা খুঁজছেন নুসরত! ‘শ্রীমদ্ভগবৎ গীতা’র শরণাপন্ন হলেন অভিনেত্রী!

Advertisement

ইনস্টাগ্রামে নুসরতকে অনুসরণ করেন প্রায় ৩০ লক্ষেরও বেশি মানুষ। অন্য দিকে, যশকে ‘অনুসরণ’ করে প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ। তাঁরাও আবার অনেককে ‘অনুসরণ’ করেন। সেখানেই দেখা গিয়েছে এই বদল। অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। তার পর থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এই জল্পনা আরও কয়েকগুণ উস্কে দিয়েছে যশের পোস্ট। যেখানে অভিনেতা লেখেন, ‘‘দিনের শেষে তোমার পাশে থাকবে কেবল তুমিই।’’

এ বার নুসরত একগুচ্ছ ঘুরতে যাওয়ার ছবি দিয়েছেন যেমন তেমনই পোস্ট করেন ‘গীতা’র শ্লোক। যেখানে লেখা ‘‘সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ’’ যার বাংলা তর্জমা ‘সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হও।’ গীতায় এই কথাটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। নুসরত অবশ্য তাঁর পোস্ট ইংরাজিতে লেখেন, ‘‘যেটা নিজের হাতে নেই সেখানে সমর্পণ কর। তবে জীবনে স্বস্তি ও স্বাধীনতার স্বাদ পাবে।’’ নুসরতের এই পোস্ট কি তবে যশের উদ্দেশেই ইঙ্গিত, সেই নিয়ে শুরু হয়েছে ফিসফাস।

Advertisement
আরও পড়ুন