nusrat jahan

Nusrat Jahan: ‘তুমি তোমার মতো করে ফুটে উঠবে’, মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর লিখলেন নুসরত

শুক্রবার সকাল থেকেই নুসরতের মা হওয়ার খবরে উত্তাল টলিপাড়া। অভিনেত্রী এখনও এ বিষয়ে নিজে কিছু বলেননি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ২২:৫৮
নুসরত জাহান।

নুসরত জাহান।

‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’।

নুসরত জাহানের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল মাত্র একটি বাক্য। কার উদ্দেশে এই বার্তা দিলেন অভিনেত্রী?

Advertisement

শুক্রবার সকাল থেকেই নুসরতের মা হওয়ার খবরে উত্তাল টলিপাড়া। অভিনেত্রী এখনও এ বিষয়ে নিজে কিছু বলেননি। তবে তাঁর ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, যশ দাশগুপ্তের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।

বিতর্ক কখনওই পিছু ছাড়েনি অভিনেত্রীর। আগাগোড়াই তাঁর ব্যক্তিগত জীবন থেকেছে চর্চার কেন্দ্রবিন্দুতে। ফলে তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেও বিতর্ক দানা বেঁধেছে তাঁকে ঘিরে। নানা জনের নানা কটাক্ষ, কুকথা তীরবেগে ধেয়ে আসছে সাংসদ অভিনেত্রীর দিকে।

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি।

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি।

স্বামী নিখিল জৈনের সঙ্গে দাম্পত্যে ফাটল ধরেছে অনেক আগেই। প্রায় ৬ মাস ধরে একসঙ্গে থাকেন না তাঁরা। নেই কোনও যোগাযোগ। নিখিলের কথায়, “আমি জানিও না নুসরত মা হতে চলেছে। এই খবর আমার কাছে আসেনি। আসার পথও বন্ধ। আর আমরা কেউ যোগাযোগ রাখি না।”

নেটমাধ্যমের কুমন্তব্য, ট্রোল, মিম, এ সব এখন আর কিছুই নতুন নয় অভিনেত্রীর কাছে। ভরসা আছে তাঁর। ফুল ফুটবে… নিজের মতো করে।

Advertisement
আরও পড়ুন