Orry

জম্মু-কাশ্মীর পুলিশের হাতে আটক ওরি, বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন এলাকায় কোন অভিযোগে ধৃত?

ওরিকে আটক করল জম্মু-কাশ্মীর পুলিশ। বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন এলাকায় মদ্যপানের অভিযোগ রয়েছে ওরি-সহ তাঁর সাত বন্ধুর বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৩:০৭
জম্মু-কাশ্মীর পুলিশের  হাতে আটক ওরি।

জম্মু-কাশ্মীর পুলিশের হাতে আটক ওরি। ছবি: সংগৃহীত।

এমনিতেই ওরির জীবনযাত্রা নিয়ে উৎসাহের অন্ত নেই নেটাপাড়ার বাসিন্দাদের। মাত্র তিন-চার বছরের মধ্যে নেটপ্রভাবী হয়ে উঠেছেন ওরি ওরফে ওরহান অবাত্রমণি, যিনি বলি তারকাদের ‘সুজন’ বলেই পরিচিত। অম্বানীদের বাড়ির বিয়ে হোক, কিংবা বলি নায়িকার সাধের অনুষ্ঠান, বলিউডের যে কোনও উদ্‌যাপনে তাঁর উপস্থিতি অবধারিত। এ হেন ওরিকে আটক করল জম্মু-কাশ্মীর পুলিশ। বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন এলাকায় মদ্যপানের অভিযোগ রয়েছে ওরি-সহ তাঁর সাত বন্ধুর বিরুদ্ধে।

Advertisement

সাত জন বন্ধু-সহ কাটরায় গিয়েছিলেন ওরি। সেখানকার কটেজ স্যুট এলাকায় মদ্যপান করছিলেন তাঁরা। জায়গাটিকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে মান্যতা দেওয়ায় সেখানে আমিষ খাবার ও মদ্যপানের ব্যাপারে নিষেধ রয়েছে। সেই নিয়মই লঙ্ঘন করেন ওরি। কাটরা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ওরি-সহ তাঁর সাত বন্ধু দর্শন সিংহ, পার্থ রায়না, ঋত্বিক সিংহ, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং রুশ নাগরিক আরজামাস্কিনাকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

রিয়াসি পুলিশ আধিকারিকের সূত্রের খবর অনুযায়ী, এসপি কাটরা, ডেপুটি এসপি কাটরা এবং এসএইচও কাটরার তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ওরি- সহ বাকি অভিযুক্তদের নোটিস পাঠানো হবে, তাঁরা যাতে তদন্তে সহযোগিতা করেন। এসএসপি রিয়াসি বলেন, ‘‘ধর্মীয় স্থানে মদ্যপান বা মাদক সেবনের মতো কার্যকলাপে কেউ লিপ্ত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement
আরও পড়ুন