Operation Sindoor 2025

‘লজ্জাজনক হামলা’, পহেলগাঁও কাণ্ডের বিরোধিতা করেও পাক অভিনেতার নিন্দা

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পরে তাই আর দেখা যায়নি তাঁকে বলিউডের ছবিতে। তবে সেই নিষেধাজ্ঞা উঠেছিল ৯ বছর পরে। তাঁর বলিউডের ছবি ‘আবির গুলাল’ মুক্তি পাওয়ার কথা ছিল খুব শীঘ্রই। কিন্তু পহেলগাঁও কাণ্ডের পরে পাক অভিনেতার ছবির উপরে জারি হয় নিষেধাজ্ঞা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৫:৪৮
Pakistani actor Fawad Khan condemns Operation Sindoo

‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনায় ফওয়াদ। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ডের পরে সরাসরি কোপ পড়েছিল তাঁর ছবিতে। পহেলগাঁও কাণ্ডের নিন্দাও করেছিলেন তিনি। কিন্তু এ বার ‘অপারেশন সিঁদুর’-এর নিন্দায় সরব হলেন ফওয়াদ খান।

Advertisement

উরি হামলার পরে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছিল ভারতে। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পরে তাই আর দেখা যায়নি তাঁকে বলিউডের ছবিতে। তবে সেই নিষেধাজ্ঞা উঠেছিল ৯ বছর পরে। তাঁর বলিউডের ছবি ‘আবির গুলাল’ মুক্তি পাওয়ার কথা ছিল খুব শীঘ্রই। কিন্তু পহেলগাঁও কাণ্ডের পরে পাক অভিনেতার ছবির উপরে জারি হয় নিষেধাজ্ঞা। যদিও পহেলগাঁও কাণ্ডের নিন্দা তিনি নিজেও করেছিলেন।

‘অপারেশন সিঁদুর’ নিয়ে ফওয়াদ তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “এই লজ্জাজনক আক্রমণে নিহত ও আহত মানুষদের প্রতি আমি সমব্যথী। মৃতদের আত্মার শান্তি কামনা করছি। তাঁদের প্রিয়জনেরা যেন এই কঠিন সময়ে শক্তি খুঁজে পান।”

এই স্পর্শকাতর পরিস্থিতিতে সংযত থাকার কথা বলেছেন ফওয়াদ। পাক অভিনেতা লিখেছেন, “সবাইকে শ্রদ্ধার সঙ্গে একটা অনুরোধ করছি। প্ররোচনামূলক কথা বলে এই পরিস্থিতিতে ঘৃতাহুতি দেবেন না। নিরীহ মানুষের জীবনের মূল্যের চেয়ে বড় কিছুই নয়। মানুষের সুবুদ্ধি যেন বজায় থাকে, এই কামনাই করি।” সব শেষে নিজের দেশের হয়ে লিখেছেন, ‘পাকিস্তান জ়িন্দাবাদ’।

শুধু ফওয়াদ নয়। ভারতীয় সেনার অভিযানের নিন্দায় সরব হয়েছেন পাকিস্তানের মাহিরা খান, হানিয়া আমির ও মাওরা হোসেনরা। মাহিরা ও মাওরা বলিউডেও পরিচিত মুখ। ভারতে হানিয়ারও রয়েছে অসংখ্য অনুরাগী।

Advertisement
আরও পড়ুন