Pakistani actress demise

পাকিস্তানি অভিনেত্রীর রহস্যমৃত্যু! আয়েষা খানের দেহ উদ্ধার মৃত্যুর সাত দিন পরে

ঠিক কী কারণে মৃত্যু, তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। করাচির জিন্না হাসপাতালে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৬:৫০
আয়েষা খানের রহস্যমৃত্যু।

আয়েষা খানের রহস্যমৃত্যু। ছবি: সংগৃহীত।

মৃত্যুর এক সপ্তাহ পরে দেহ উদ্ধার পাকিস্তানি অভিনেত্রী আয়েষা খানের। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানের বিনোদন জগতে।

Advertisement

করাচির গুলশন-এ-ইকবাল আবাসন থেকে উদ্ধার হয়েছে আয়েষা খানের দেহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬। গত কয়েক বছর ধরে একাই থাকতেন প্রবীণ পাকিস্তানি অভিনেত্রী। সেই ভাবে তাঁকে প্রকাশ্যে দেখাও যেত না বলে জানা গিয়েছে। গত এক সপ্তাহ ধরে তাঁর বাড়ি থেকে কোনও সাড়াশব্দও পাওয়া যায়নি। পচাগলা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। কিন্তু ঠিক কী কারণে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে রেখেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গিয়েছে, গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। কিন্তু ঠিক কী কারণে মৃত্যু, তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। করাচির জিন্না হাসপাতালে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ অভিনেত্রীর আত্মীয় ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছেন বলেও জানা গিয়েছে।

প্রতিবেশীরাই পুলিশকে প্রথম খবর দেন। তাঁরা জানিয়েছিলেন, পাক অভিনেত্রীর বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছোন এবং আয়েষার বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকেন। পাকিস্তানি বিনোদন জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম ছিল আয়েষা খান। পাকিস্তানের বহু অভিনেতাই তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। একাধিক ছোট পর্দার অনুষ্ঠানে কাজ করেছিলেন আয়েষা খান।

Advertisement
আরও পড়ুন