Pakistani rapper

ভারতের পতাকা ওড়ালেন পাকিস্তানের র‌্যাপার! বিতর্ক শুরু হতেই কী বললেন তলহা?

অনুষ্ঠান চলাকালীন এক দর্শক তাঁর হাতে ভারতের জাতীয় পতাকা তুলে দেন। তখন তিনি হাত তুলে পতাকা ওড়াতে থাকেন। পরে ভারতের পতাকা রাখেন নিজের কাঁধে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২০:৩৭
ভারতের পতাকা ওড়ালেন পাক শিল্পী তলহা।

ভারতের পতাকা ওড়ালেন পাক শিল্পী তলহা। ছবি: সংগৃহীত।

মঞ্চে উঠে ভারতের জাতীয় পতাকা ওড়ালেন পাকিস্তানের র‌্যাপার তলহা অঞ্জুম। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

নেপালে অনুষ্ঠান করতে গিয়েছিলেন পাকিস্তানি শিল্পী। সেখানে অনুষ্ঠান চলাকালীন এক দর্শক তাঁর হাতে ভারতের জাতীয় পতাকা তুলে দেন। তখন তিনি হাত তুলে পতাকা ওড়াতে থাকেন। পরে ভারতের পতাকা রাখেন নিজের কাঁধে। এই মুহূর্তে ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে তলহার পাকিস্তানের অনুরাগীরা তাঁকে কটাক্ষ করা শুরু করেন। এর উত্তরও দিয়েছেন তিনি। তলহা তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “আমার মনে ঘৃণার কোনও জায়গা নেই। আমার শিল্পে কোনও ভেদাভেদ নেই। ভারতের পতাকা উড়িয়ে যদি বিতর্কে পড়তে হয়, ঠিক আছে। আমি আবার করব।”

লোকে কী বলছে, তা নিয়ে কখনওই মাথা ঘামান না বলে জানান তলহা অঞ্জুম। তাঁর কথায়, “যুদ্ধে উস্কানি দেয় এমন সরকারকে কখনও গুরুত্ব দিইনি। উর্দু ভাষায় র‌্যাপে কোনও সীমানা নেই।”

এই ভিডিয়ো ভাইরাল হতেই, তলহা অঞ্জুমের পরিচিতি নিয়ে খোঁজ করছেন অনেকেই। ৩০ বছরের পাকিস্তানি র‌্যাপার করাচির বাসিন্দা। ২০১২ সালে একটি উর্দু র‌্যাপ ব্যান্ড গড়েছিলেন তিনি। বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে। তলহা শুধু র‌্যাপার নন, অভিনেতাও। ২০২৪ সালে ‘কট্টর করাচি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই ছবিতে পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা কিনজ়া হাশমি ও ইমরান আশরফও ছিলেন।

এক সাক্ষাৎকারে ভারতীয় র‌্যাপার নেইজ়ি চিনতে পারেননি তলহাকে। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তার পরেই তলহা একটি গান তৈরি করেছিলেন— ‘কৌন তলহা’।

Advertisement
আরও পড়ুন