Dhurandhar

‘ধুরন্ধর’ কি সত্যিই পাকিস্তান-বিরোধী ছবি? প্রতিবেশী দেশ থেকে এল একেবারে ভিন্ন মত

পাকিস্তানের লিয়ারি শহরে গ্যাংস্টারদের মধ্যে বচসা দেখানো হয়েছে ছবিতে। পাশাপাশি পাকিস্তান ও ভারতের মধ্যে চাপানউতরের প্রসঙ্গও এসেছে। এই ছবিকে কেউ কেউ বলেছিলেন ‘পাকিস্তান-বিরোধী’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৪:২৩
‘ধুরন্ধর’ কি সত্যিই পাকিস্তান-বিরোধী?

‘ধুরন্ধর’ কি সত্যিই পাকিস্তান-বিরোধী? ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’ বক্সঅফিসে সফল। পাশাপাশি ছবি নিয়ে বিতর্কও শুরু হয়েছে। অনেকেই দাবি করেছিলেন, ছবিতে পাকিস্তানকে ভুল ভাবে তুলে ধরা হয়েছে। তবে প্রতিবেশী দেশ থেকে এ বার এল অন্য প্রতিক্রিয়া।

Advertisement

পাকিস্তানের লিয়ারি শহরে গ্যাংস্টারদের মধ্যে একসময়ের বচসা দেখানো হয়েছে ছবিতে। পাশাপাশি পাকিস্তান ও ভারতের মধ্যে চাপানউতরের প্রসঙ্গও এসেছে। এই ছবিকে কেউ কেউ বলেছিলেন ‘পাকিস্তান-বিরোধী’। কিন্তু, এ বার পাকিস্তানের এক চিত্র সমালোচক তথা নেটপ্রভাবী জানালেন, ‘ধুরন্ধর’ মোটেই পাকিস্তান-বিরোধী নয়। সমাজমাধ্যমে ‘ব্রেকিংব্যাড’ নামে পাকিস্তানের সেই নেটপ্রভাবী লেখেন, “এই ছবি অবশ্যই দেখা উচিত। এত ভাল অভিনয় কী করে করলেন সকলে, আমি বুঝতে পারছি না। এত ভাল ছবি সচরাচর দেখা যায় না। সকলে এই ছবি দেখুন।”

আরও এক পাকিস্তানি নাগরিক সেই পোস্টের মন্তব্য বিভাগে লেখেন, “সকল পাকিস্তানি বন্ধুকে বলছি, এই ছবিটা দেখুন। এটা মোটেই পাকিস্তান-বিরোধী ছবি নয়। শুধুই ইতিহাস ও সত্যতা দেখানো হয়েছে এই ছবিতে।” আর এক দর্শক লিখেছেন, “আমার সত্যিই ছবিটা খুব ভাল লেগেছে। প্রতিটা চরিত্র খুব ভাল ছিল। আমার সবচেয়ে ভাল লেগেছে রণবীর সিংহকে। খোলা মন নিয়ে এই ছবি দেখতে যান।”

তবে ভিন্ন মতও এসেছে পাকিস্তান থেকে। অভিযোগ, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজ়ির ভুট্টোর ছবি বেআইনি ভাবে এই সিনেমায় ব্যবহার করা হয়েছে। এমনকি, সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান পিপল্‌স পার্টির (পিপিপি) অবস্থানকেও ভুল ভাবে তুলে ধরা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পিপিপি-র মুখপাত্র তথা সিন্ধ টাস্ক ফোর্স-এর সদস্য সুমেতা আফজ়ল সইদ এই অভিযোগ সমাজমাধ্যমে তুলেছেন।

আবার বালোচিস্তান থেকেও এই ছবির বিরুদ্ধে কিছু আপত্তি জানানো হয়েছে। এক বালোচ মানবাধিকারকর্মী দাবি করেছেন, ছবিতে নাকি নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে বালোচিস্তানের মানুষকে। ভারতের সঙ্গেও বালোচিস্তানের সম্পর্ক নেতিবাচক ভঙ্গিতে দেখানো হয়েছে বলে তাঁর দাবি।

Advertisement
আরও পড়ুন