(বাঁ দিকে) স্মৃতি মন্ধানা, (ডান দিকে) পলাশ মুচ্ছল। ছবি: সংগৃহীত।
স্মৃতি মন্ধানা তাঁর কাছে শুধুই ‘স্মৃতি’। সেই স্মৃতি সরিয়ে অবশেষে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন পলাশ মুচ্ছল। খবর, ছবি পরিচালনা দিয়ে আবার পেশাজীবনে ফিরতে চলেছেন তিনি। কিন্তু শান্তি নেই। নিজের কাজের কথা জানাতেই পলাশের নামে অর্থিক প্রতারণা-সহ একগুচ্ছ অভিযোগ আনেন স্মৃতির বন্ধু। এ বার ক্রিকেটতারকার সঙ্গে চিরতরে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলেন পলাশ।
বিয়ের দিনেই সমস্যার সূত্রপাত। বিয়ের সকালে গায়েহলুদ সারা। বিকেলে বিয়ের কয়েক ঘণ্টা আগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন স্মৃতির বাবা। হাসপাতালে যেতে হয় পলাশকেও। এর পরেই পলাশের বিরুদ্ধে ওঠে সম্পর্ক নিয়ে প্রতারণার অভিযোগ। দীর্ঘ জলঘোলার পরে সেই বিয়ে থেকে বেরিয়ে আসেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি। সমাজমাধ্যমে, সংবাদমাধ্যমে প্রায় একঘরে হয়ে পড়েন পরিচালক-সুরকার পলাশ। সেই সময়ে বেশ কিছু দিন সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। কাজের কথা প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় পলাশ। তখনও সুরকারের প্রোফাইল ছিল ‘স্মৃতিময়’। কখনও স্মৃতির সঙ্গে জন্মদিনে কাটানোর মুহূর্তে, কখনও দেখা যাচ্ছে ক্রিকেটতারকাকে প্রেম প্রস্তাব দেওয়ার মুহূর্তের ছবি।
এ বার স্মৃতির সমস্ত ছবি নিজের সমাজমাধ্যম থেকে সরিয়ে দিলেন পলাশ। তবে কি পলাশ ক্রিকেটতারকাকে চিরতরে ভুলে যাওয়ারই ইঙ্গিত দিলেন!