Shefali Jariwala

‘ওকে স্পর্শ করেই বুঝেছিলাম, কেউ ক্ষতি করছে’, শেফালীর উপর কালোজাদু করা হয়েছিল বলে দাবি পরাগের

সম্প্রতি এক পডকাস্টে পরাগ দাবি করেছেন, তাঁর স্ত্রীর উপর কালোজাদু করা হয়েছে। ধারণা বা অনুমানের বশবর্তী হয়ে নাকি তিনি এই দাবি করেননি। তাঁর নিজস্ব অভিজ্ঞতা রয়েছে বলেও জানান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৪:৩০
শেফালীকে নিয়ে বিস্ফোরক দাবি পরাগের!

শেফালীকে নিয়ে বিস্ফোরক দাবি পরাগের! ছবি: সংগৃহীত।

শেফালী জরীওয়ালার উপরে কালোজাদু করা হয়েছিল, কেউ তাঁর ক্ষতি করার চেষ্টা করেছিলেন! এমনই দাবি করেছেন প্রয়াত অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী। মৃত্যুর ঠিক কয়েক দিন আগেই তাঁর উপরে কালোজাদু করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। আর কী বলেছেন পরাগ?

Advertisement

২০২৫ সালের ২৭ জুন আকস্মিক মৃত্যু হয় ৪২ বছরের অভিনেত্রীর। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেফালীর। এই প্রসঙ্গে সম্প্রতি এক পডকাস্টে পরাগ দাবি করেছেন, তাঁর স্ত্রীর উপর কালোজাদু করা হয়েছে। ধারণা বা অনুমানের বশবর্তী হয়ে তিনি এই দাবি করেননি বলেও জানিয়েছেন। তাঁর নাকি নিজস্ব অভিজ্ঞতা রয়েছে। পরাগ বলেছেন, “অনেকেই এই সব বিষয় বিশ্বাস করেন না। কিন্তু আমি খুবই মানি। যেখানে ভগবান আছেন, সেখানে শয়তানও আছে। একটা জিনিস দেখেছি, মানুষ নিজের দুঃখে দুঃখী হয় না। অন্যের সুখ দেখে তারা দুঃখী হয় বেশি।”

পরাগ জানান, তিনি নিশ্চিত শেফালীর উপরে কালোজাদুই করা হয়েছে। কিন্তু কে এমন কাজ করেছেন, সেই বিষয়ে তিনি নিশ্চিত নন।

একাধিক বার পরাগ অনুভব করেছেন, খারাপ কিছু ঘটছে। তাঁর কথায়, “আমি অনুভব করতে পারি, খারাপ কিছু ঘটছে। দু’বার এমন অভিজ্ঞতা হয়েছে। আর একবারও অনুভব করেছিলাম। কিন্তু সেই বার (শেফালীর মৃত্যুর ঠিক আগে) যেন সেই অনুভূতি আরও সাংঘাতিক ছিল। তবে আমি জানি না, এটা ঠিক কী ছিল।”

শেফালীকে স্পর্শ করেই নাকি পরাগ বুঝতে পারতেন, খারাপ কিছু হতে চলেছে। তাঁর কথায়, “আমি যখন ভক্তি নিয়ে প্রার্থনা করতে বসি, তখন আমি অনুভব করতে পারি। শেফালী খুব হাসিখুশি মেয়ে ছিল। আমি বেশি বিশদ বলছি না। তবে একটা কথা বলব, ওকে স্পর্শ করে আমি বুঝে গিয়েছিলাম, কিছু সমস্যা আছে। এ বার খুব বেশি অনুভব করছিলাম তাই পুজোআচ্চা বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আমি একশো শতাংশ নিশ্চিত, কেউ কিছু একটা করেছিল।”

Advertisement
আরও পড়ুন