Neha Kakkar

কাজ ও সম্পর্ক থেকে হঠাৎ অবসর ঘোষণা! কেন সব কিছু ছেড়ে নিজেকে আড়াল করছেন নেহা কক্কড়?

ব্যক্তিগত জীবনে কি কোনও সমস্যা হয়েছে তাঁর? কেন দায়িত্ব ও সম্পর্ক থেকে দূরে থাকার কথা বলছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৩:২৫
নেহা কক্কড় হঠাৎ অবসর ঘোষণা করলেন!

নেহা কক্কড় হঠাৎ অবসর ঘোষণা করলেন! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিনোদনজগৎ থেকে হঠাৎ অবসর নিচ্ছেন নেহা কক্কড়? গায়িকার ঘোষণায় তেমনই ইঙ্গিত পাচ্ছেন অনুরাগীরা। ঘোষণার পাশাপাশি বিশেষ অনুরোধও করেছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন নেহা?

Advertisement

কিছু দিন আগেই মুক্তি পায় নেহা ও তাঁর ভাই টনি কক্কড়ের গান ‘ললিপপ’। সেই গান ও গানের দৃশ্যায়নের জন্য কটাক্ষের মুখে পড়েন নেহা। গানটিকে অশালীন ও অভব্য বলেও দাবি করেন অনেকে। সেই জন্যই কি হঠাৎ বিনোদনজগৎ থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন নেহা?

শুধু কাজ থেকেই নয়। নেহা জানান কাজ, দায়িত্ব ও সম্পর্ক থেকেও বিরতি নিচ্ছেন তিনি। বিরতি নিয়ে ফিরবেন কবে বা আদৌ ফিরবেন কি না, তা নিয়ে নিজেও ধোঁয়াশায় রয়েছেন নেহা। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ ও এই মুহূর্তে মাথায় যা যা আসছে তার সব কিছু থেকে এ বার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর ফিরে আসব কি না। ধন্যবাদ।”

এই পোস্ট থেকেই প্রশ্ন উঠেছে, ব্যক্তিগত জীবনে কি কোনও সমস্যা হয়েছে তাঁর? কেন দায়িত্ব ও সম্পর্ক থেকে দূরে থাকার কথা বলছেন তিনি? নেহা ছবিশিকারিদের উদ্দেশেও একটি অনুরোধ করেছেন। তিনি লেখেন, “ছবিশিকারি ও অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এই সময়ে আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আশা করছি, আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং এই দুনিয়ায় স্বাধীন ভাবে বাঁচতে দেবেন।” হাতজোড় করা ‘ইমোজি’ দিয়ে নেহা লিখেছেন, “আমার শান্তির জন্য এটুকু অন্তত আপনারা করতে পারেন।”

Advertisement
আরও পড়ুন