Parambrata Chatterjee

‘৪০-এর বেশি বয়স হয়ে গেল, সে দিনই বুঝলাম অসুস্থ লাগছে’, এক বছরে বড় সিদ্ধান্ত পরমব্রতের

বাবা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বাবা হওয়া বড় দায়িত্বের বিষয়। তাই তার আগে নিজের জীবনেও এনেছেন বড় বদল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৬:৪২
Parambrata Chatterjee said that he quit smoking a year ago as he was not feeling well

এক বছর আগেই বড় সিদ্ধান্ত নেন পরমব্রত। ছবি: সংগৃহীত।

জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। বাবা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বাবা হওয়া বড় দায়িত্বের বিষয়। তাই তার আগে নিজের জীবনেও এনেছেন বড় বদল। এক সময়ে নিয়মিত ধূমপান করতেন। কিন্তু গত এক বছর ধরে ধূমপান থেকে দূরে তিনি। বিশ্ব তামাক বিরোধী দিবসে নিজেই জানিয়েছেন পরমব্রত। কিন্তু হঠাৎ ধূমপান ছেড়ে দেওয়া কি খুব সহজ বিষয়?

Advertisement

অনেক দিন ধরেই ধূমপান ছাড়ার চেষ্টা করছিলেন। কিন্তু একটা দিন চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়েই ফেলেছিলেন। পরমব্রত বলেন, “বহু দিন ধরে চেষ্টা করছিলাম। বয়স বাড়ছে। ৪০-এর উপর বয়স হয়ে গিয়েছে। ধূমপান তো মোটেই কাজের কথা নয়। সবাই যদিও সবটা জেনেই খায়। আমিও সেটাই করে যাচ্ছিলাম।”

সাধারণত খুব উদ্বেগের মুহূর্তে ধূমপান করার প্রবণতা বাড়ে। তেমনই একদিন উদ্বিগ্ন অবস্থায় সিগারেট ধরিয়ে পরমব্রত উপলব্ধি করেছিলেন, এ বার ধূমপান বন্ধ করা দরকার। অভিনেতার কথায়, “উদ্বেগের মুহূর্তে ধূমপান করে বুঝতে পারলাম, আমার শরীরটা ভাল লাগছে না। তখনই সিদ্ধান্ত নিলাম, ধূমপান ছেড়ে দেব।” তবে শুধু স্বাস্থ্য নয়। সাংসারিক জীবনযাপন ও ভবিষ্যৎ পরিকল্পনাও এই সিদ্ধান্তের পিছনে একটি কারণ।

উদ্বেগের মধ্যে ধূমপান করলে উদ্বেগ আরও বাড়তে থাকে। বরং সেই সময়ে ধূমপান এড়িয়ে গেলেই মাথা ঠান্ডা রাখা যায় বলে মনে করেন পরমব্রত। নিয়মিত ধূমপান করলে ধূমপায়ীর চার পাশে ও তার ঘরে কটু গন্ধ ভরে থাকে। এই বিষয়ে অভিনেতা বলেন, “ধূমপান করলে ঘরে তার গন্ধ থাকে। আমারও এমন বন্ধুবান্ধব রয়েছে যারা নিয়মিত ধূমপান করে। সেই গন্ধে আমার কোনও অসুবিধা হয় না ঠিকই। কিন্তু আমার বাড়ি এখন সেই গন্ধ থেকে মুক্ত।” ধূমপান বন্ধ করে এক বছরে পরমব্রতের উপলব্ধি, “যেটা সবচেয়ে বেশি বুঝতে পেরেছি, সেটা হল আমার দম আগের থেকে বেড়েছে।”

উল্লেখ্য, ২০২৩-এর ২৭ নভেম্বর পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরমব্রত চট্টোপাধ্যায়। চলতি বছর প্রেম দিবসের পরের দিন, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি সুখবর দিয়ে তাঁরা জানান, খুব শীঘ্রই তাঁদের সংসারে আসছে নতুন সদস্য।

Advertisement
আরও পড়ুন