Updates Of Bengali Mega Chirodini Tumi Je Amar

শুটিং শুরু পায়েলের, শীঘ্রই পর্দায় আসছে ‘রাজনন্দিনী’! আর্যের প্রথম স্ত্রীকে কবে দেখা যাবে?

সূত্রের খবর, অভিনেত্রী ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন। আর্য-অপর্ণার বিয়ের আগেই কি ‘রাজনন্দিনী’ পর্দায় আসবে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৪
‘রাজনন্দিনী’ রূপে আবার ছোটপর্দায় পায়েল দে।

‘রাজনন্দিনী’ রূপে আবার ছোটপর্দায় পায়েল দে। ছবি: ফেসবুক।

বারবার বিয়েতে বাধা! যত বার কাছাকাছি এসেছে, তত বার সমস্যা। খলনায়ক মেঘরাজ আর্য-অপর্ণার বিয়েতে ভাংচি দিতে গিয়েও ব্যর্থ। এ বার নাকি আসরে ‘রাজনন্দিনী’! ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়কের মৃত স্ত্রী!

Advertisement

এই ভূমিকায় দেখা যাবে পায়েল দে-কে। এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম।

গুঞ্জনে সিলমোহর। লুক টেস্টে পুরো নম্বর পেয়ে উত্তীর্ণ পায়েল। তিনি শুটিংও শুরু করে দিয়েছেন। ধারাবাহিকে আর্য ওরফে জীতু কমলের প্রথম স্ত্রী ‘রাজনন্দিনী’ মৃত। তার মৃত্যু স্বাভাবিক নয়। আজও তার উপস্থিতি টের পায় সিংহ রায় পরিবার। এত দিন তাকে আবছা দেখানো হয়েছে। খবর, এ বার তাকে সশরীরে দেখতে পাবে দর্শক। তবে পুরোটাই নাকি ‘ফ্ল্যাশব্যাক’-এ।

ধারাবাহিকের নায়িকা অপর্ণার বাবা সতু জানতে পেরেছেন, তাঁর হবু জামাইয়ের অতীত। উঠে এসেছে ‘রাজনন্দিনী’র কথা। এ-ও দেখানো হয়েছে, আরও একবার বিয়ের পাকাকথা বলে বাড়ি ফেরার পরেই আর্য টের পেয়েছে তার প্রয়াত স্ত্রীর উপস্থিতি। সেই সূত্রেই কি ‘রাজনন্দিনী’র আগমন? ধারাবাহিকের কোনও সদস্য এ বিষয়ে মুখ খুলতে নারাজ।

ধারাবাহিকে ‘রাজনন্দিনী’র উপস্থিতি নিয়ে আরও একটি সম্ভাবনা দেখছে টেলিপাড়া।

ধারাবাহিকের পাশাপাশি বড়পর্দার শুটিংয়েও ব্যস্ত জীতু। ‘এরাও মানুষ’ ছবির নায়ক তিনি। সেই শুটিংয়ে ব্যস্ত থাকার কারণেই কি তাঁর ফাঁক ভরতে ‘রাজনন্দিনী’কে দেখানো হবে? একই সঙ্গে দর্শকেরও বহুদিনের কৌতূহল, নায়কের মৃত স্ত্রী কেমন ছিলেন? যিনি নাকি আবার জন্ম নিয়েছেন অপর্ণা হয়ে! চলতি সপ্তাহে রেটিং চার্ট থেকে ছিটকে গিয়েছে ধারাবাহিকটি। আর্য-অপর্ণার মাখোমাখো রসায়নও দর্শককে বসিয়ে রাখতে পারেনি। ‘রাজনন্দিনী’র অশরীরী উপস্থিতি যদি সেই ফাঁক ভরাতে পারে তা হলে মন্দ কী? কারণ, এমনিতেই দর্শক রহস্য-রোমাঞ্চ পছন্দই করে।

Advertisement
আরও পড়ুন