Update Of Bengali Mega Chirodini Tumi Je Amar

আর ‘ফ্ল্যাশব্যাক’ নয়, পর্দায় জীবন্ত হবে আর্যর মৃতা স্ত্রী রাজনন্দিনী! অভিনয় করবেন পায়েল?

জোর গুঞ্জন, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে যোগ দিতে চলেছেন পায়েল। ধারাবাহিকের গল্প কি ঘুরে যেতে চলেছে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৩
পায়েল দে আর জীতু কমল ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ?

পায়েল দে আর জীতু কমল ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ? ছবি: ফেসবুক।

ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর পর্বে পর্বে চমক! নতুন নায়িকা শিরিন পালের সঙ্গে নায়ক জীতু কমলের রসায়ন জমজমাট। পাটিপত্রের পর ফের আংটিবদল আর্য-অপর্ণার।

Advertisement

টেলিপাড়া বলছে, চমকের এখনও বাকি। এ বার নাকি গল্পে ফিরতে চলেছে আর্য সিংহ রায়ের মৃতা স্ত্রী রাজনন্দিনী, যাকে বরাবর আবছা দেখানো হয়েছে ধারাবাহিকে। এই চরিত্র ঘিরেই ধারাবাহিকের শুরু থেকে রহস্য। বিশেষ করে তার রহস্যমৃত্যু আর অপর্ণার জন্মের মধ্যে যেন অপার্থিব কিছু লুকিয়ে। যা দেখে অনেক দর্শকের অনুমান, অপর্ণাই হয়তো আগের জন্মের রাজনন্দিনী। নিজের রহস্যমৃত্যুর কিনারা করতেই নবজন্ম তার।

এই রাজনন্দিনী চরিত্রেই নাকি দেখা যেতে পারে পায়েলকে। অভিনেত্রীকে ছোটপর্দায় শেষ দেখা গিয়েছে সান বাংলার ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’তে। পায়েল ছোটপর্দায় ফিরেছেন, এ খবর ছড়াতেই শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী। আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই সে কথা জানালেন নিজেই। পায়েল বললেন, “সকাল থেকে ফোনের পর ফোন। আমার ফ্যানপেজ থেকে শুভেচ্ছা। অবাক হয়ে গিয়েছি। কারণ, এ রকম কোনও খবর আমার জানা নেই।” কিন্তু অনুরাগীরা যে মানছেন না! অভিনেত্রী যুক্তি দিয়েছেন, “না বিশ্বাস করলেও কিছু করার নেই। আপনাদের মতো আমিও চাইছি, রটনা সত্যি হোক। তা হলে নতুন কাজ হাতে আসে আমার।”

Advertisement
আরও পড়ুন